বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে এজাহারভুক্ত ৪ ডাকাত সদস্য গ্রেপ্তার

- Update Time : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৪ Time View
বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডাকাত চক্রের একাধিক মামলার এজহার ভুক্ত ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিন খাজুরতলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন- গাজীপুরের লক্ষীপুরা নামক এলাকার মোঃ সাগর (৩৫), পটুয়াখালীর গেরাখালী নামক এলাকার মোঃ দুলাল প্যাদা(৪৫), বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া নামক এলাকার মোঃ রাজিব (৩৫) এবং বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার মোঃ আমির(২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার খাজুরতলা নামক এলাকায় ডাকাত পড়েছে জানিয়ে স্থানীয়রা বরগুনা সদর থানায় খবর দেয়। পরে বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিকটস্থ রাত্রিকালীন টহল ডিউটিতে নিয়োজিত পুলিশের একটি মোবাইল টিম দ্রুত সময়ের মধ্যে ওই এলাকায় পৌঁছায়। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় ডাকাতির প্রস্তুতি নেয়া ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি মিনি জেড পিকআপ, একটি দেশিয় লোহার তৈরি বগি দা, একটি হাউস ব্রেকিং শাবল, তিনটি বাটন মোবাইল ফোন ও ডাকাতির সময় ছদ্মবেশ ধারণে ব্যবহৃত তিনটি মানকি টুপি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “গ্রেপ্তারকৃত ডাকাত চক্রের ৪ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, খুন, দস্যুতা, চুরি এবং অস্ত্র মামলা’সহ আরও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”