বরগুনায় ইংলিশ স্পিচ কনটেস্ট ও দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
- Update Time : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১২১ Time View
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ স্পিচ কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চ্যাম্পিয়ন স্পোকেন ইংলিশ একাডেমি ও সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরগুনা প্রেসক্লাব’র সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন- প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, প্রেসক্লাব’র সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ এবং বরগুনা সরকারি মহিলা কলেজ’র ইংরেজি বিভাগ’র প্রভাষক ননী গোপাল বেপারী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চ্যাম্পিয়ন স্পোকেন ইংলিশ একাডেমির পরিচালক মো. বাকি বিল্লাহ, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায়
ক্যাটাগরি ‘এ’ তে প্রথম স্থান অর্জন করে সিমভিয়ান আর্শি ও জুয়াইরিয়া আফরিন, দ্বিতীয় স্থান তাহমিদুল হক অভি, এবং তৃতীয় স্থান মো. জাওয়াদ আল জারিফ ও তাসনিম তাবাসসুম।
অন্যদিকে, ক্যাটাগরি ‘বি’ তে প্রথম স্থান সুবাহ্ তাবাসসুম ঐশী, দ্বিতীয় স্থান সৈয়দা খাদিজা জান্নাত, এবং তৃতীয় স্থান হান্না কাজী ও সাদিয়া।
অন্যদিকে, দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন জাহিদ হাওলাদার, ১ম রানার আপ এহসান আহমাদ নোমান, ২য় রানার আপ মহিউদ্দিন অপু।
অনুষ্ঠানের বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় সাবলীলতা, আত্মবিশ্বাস ও প্রকাশভঙ্গি উন্নত করতে সহায়তা করে। তারা ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, বইসহ উপহার তুলে দেন অতিথিরা।







































































































































































































