ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরখাস্ত নাজমুলের স্থলে জিএমপির নতুন কমিশনার ইসরাইল

জাতীয় ডেস্ক
  • Update Time : ১২:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৯১ Time View

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ।

এরআগে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব ছিলেন নাজমুল করিম খান। তাকে প্রত্যাহারের দুই মাস পর সাময়িক বরখাস্ত করেছে সরকার।

প্রায় দুই মাস আগে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে নাজমুল খানের কর্মস্থলে যাওয়ার ঘটনায় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আলোচনার সৃষ্টি হয়। তখন তাকে গাজীপুরের পুলিশ কমিশনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

গত ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করার তথ্য দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

সেখানে বলা হয়েছে, যেহেতু মো. নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত)-কে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হল।

সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা মো. নাজমুল করিম খান পুলিশ সুপার থাকার সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে চাকরি ফিরে পান তিনি।

এরপর দ্রুত দুটি পদোন্নতি পেয়ে ডিআইজি হন নাজমুল। ২০২৪ সালের ১১ নভেম্বর তাকে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

গাজীপুরের পুলিশ কমিশনার হলেও তিনি রাজধানী ঢাকায় থাকতেন। রাজধানী থেকে প্রতিদিন তার গাজীপুরে যাওয়া আসার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের একটি অংশ বন্ধ রাখার খবর প্রকাশিত হলে আলোচনা শুরু হয়। পরে পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।

এ নিয়ে সমালোচনার মধ্যে ২ সেপ্টেম্বর জিএমপির পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয় নাজমুল করিম খানকে।

Please Share This Post in Your Social Media

বরখাস্ত নাজমুলের স্থলে জিএমপির নতুন কমিশনার ইসরাইল

জাতীয় ডেস্ক
Update Time : ১২:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ।

এরআগে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব ছিলেন নাজমুল করিম খান। তাকে প্রত্যাহারের দুই মাস পর সাময়িক বরখাস্ত করেছে সরকার।

প্রায় দুই মাস আগে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে নাজমুল খানের কর্মস্থলে যাওয়ার ঘটনায় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আলোচনার সৃষ্টি হয়। তখন তাকে গাজীপুরের পুলিশ কমিশনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

গত ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করার তথ্য দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

সেখানে বলা হয়েছে, যেহেতু মো. নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত)-কে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হল।

সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা মো. নাজমুল করিম খান পুলিশ সুপার থাকার সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে চাকরি ফিরে পান তিনি।

এরপর দ্রুত দুটি পদোন্নতি পেয়ে ডিআইজি হন নাজমুল। ২০২৪ সালের ১১ নভেম্বর তাকে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

গাজীপুরের পুলিশ কমিশনার হলেও তিনি রাজধানী ঢাকায় থাকতেন। রাজধানী থেকে প্রতিদিন তার গাজীপুরে যাওয়া আসার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের একটি অংশ বন্ধ রাখার খবর প্রকাশিত হলে আলোচনা শুরু হয়। পরে পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।

এ নিয়ে সমালোচনার মধ্যে ২ সেপ্টেম্বর জিএমপির পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয় নাজমুল করিম খানকে।