বয়সে ছোট নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে কড়া জবাব রণবীরের
- Update Time : ১২:৪৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২৬ Time View
বলিউড অভিনেতা রণবীর সিং ও উঠতি অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে তৈরি সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনা তুঙ্গে। একদিকে রণবীর সিং ও অর্জুন রামপালকে নতুন রূপে দেখে ভক্তরা উচ্ছ্বসিত, অন্যদিকে রণবীরের সঙ্গে তার চেয়ে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের ঘনিষ্ঠ প্রেম ও রসায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল বিতর্ক।
পর্দায় বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’ অবশেষে এই সমালোচনা ও বয়সের ব্যবধান নিয়ে এক অনুষ্ঠানে মুখ খুললেন অভিনেতা।
ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর সমালোচকদের জবাব না দিয়ে বরং সহ-অভিনেত্রীর প্রতিভাকেই সামনে আনলেন। তিনি বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’
পর্দায় তাদের রোমান্স এবং সারা অর্জুনের সাবলীলতা প্রসঙ্গে রণবীর তাকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে তুলনা করেন। রণবীর বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’
সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’
প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন বেশ সুপরিচিত নাম। অভিনেতা জয় অর্জুনের মেয়ে সারা একসময় শিশুশিল্পী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এর আগে হিন্দি ছবি ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’-এর মতো সিনেমাতেও তাকে দেখা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































