বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিলো ডিএসসিসি

- Update Time : ০৬:১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৬০ Time View
দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’এ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকালে ডিএসসিসি প্রশাসক ড. মু: শের আলী করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ ১৪ লক্ষ ৯১ হাজার ছয়শত আটান্ন টাকার চেক স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানের নিকট হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের।
আবু নাছের বলেন, দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে আকস্মিক বন্যা থেকে উত্তোরণের লক্ষ্যে ও বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার তহবিলে জমা দিয়েছে।
নওরোজ/এসএইচ