বন্ধ ঘরে ঘুমন্ত ১০ জনকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

- Update Time : ১২:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৬৩ Time View
মাদারীপুরের শিবচরে ঘরের দরজা বন্ধ করে আগুনে পুড়িয়ে একই পরিবারের ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার গভীর রাতে পাঁচ্চর ইউনিয়নের বড়দেয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. শাহীন হাওলাদার অভিযোগ করেন, তার ঘরে ঘুমন্ত ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে আগুন পুরোপুরি লাগার আগেই প্রতিবেশীরা বাইরে থেকে বন্ধ করা দরজা খুলে তাদের উদ্ধার করে।
এসময় ঘরের লোকজন নিরাপদে বের হতে পারলেও ঘরের লেপ-তোষক, মেশিন, দরজা, জানালাসহ আসবাবপত্র আগুনে পুড়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে শিবচর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।