বন্ধুর ওপর হামলার খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলেন শাহরুখ

- Update Time : ০৪:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৬৫ Time View
দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের। সেটা কাজের গণ্ডি পেরিয়ে পারিবারিকভাবেও স্বীকৃত। একসঙ্গে সিনেমায়ও কাজ করেছেন বলিউডের দুই খান সাইফ ও শাহরুখ। সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুরকে মায়ের মতো শ্রদ্ধা করেন শাহরুখ। সাইফের স্ত্রী কারিনাও তার বেশ ভালো বন্ধু। সাইফের সন্তানরাও শাহরুখের খুব প্রিয়।
এমন প্রিয় বন্ধুর ওপর হামলার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ। বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন তিনি, জানালো আনন্দবাজার।
বুধবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতকারীদের হামলা নিয়ে ভীত সন্তস্ত্র মুম্বাইয়ের টিনসেলটাউন। এ দিন সাইফের ওপর পর পর ছ’বার ছুরিকাঘাত করা হয় বলে জানা যাচ্ছে। গুরুতর চোট পেয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। তবে তিনি এখন বিপদমুক্ত বলে জানা গেছে।
সেই হাসপাতালেই সাইফের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন বলিউড বাদশাহ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের সামনে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের গাড়ির ছবি। যদিও ছবিশিকারিদের সামনে আসেননি তিনি।
সাইফের ওপর নির্মম এই হামলায় বলিউডসহ ভারতের নানা অঞ্চলের শোবিজ স্তব্ধ হয়ে পড়েছে। অনেক তারকা উদ্বেগ প্রকাশ করে সাইফের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়