ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বনানীতে পূর্ব বিরোধে এনসিপি নেতার আঙুল কেটে নিল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৮৮ Time View

রাজধানীর বনানীতে পূর্ব শত্রুতার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই আন্দোলনের কর্মী মো. আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব নিজেই এ তথ্য জানান। তিনি বনানী থানা এনসিপির সমন্বয়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

রাকিবের পরিবার জানায়, বুধবার দুপুরে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীবসহ কয়েকজন রাকিবের বনানীর কড়াইলের এরশাদ মাঠ এলাকার বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলার সময় রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার বাম হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারীদের মধ্যে তামিম পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে সামাজিক বিচারে জরিমানা করা হলে তারা রাকিবের ওপর ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের হুমকি দেয়।

সম্প্রতি রাব্বি ও তার দল এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে কটূ মন্তব্য করছিল। এর প্রতিবাদ করায় বুধবার তারা রাকিবের বাসায় হামলা চালায়।

আব্দুর রহমান রাকিব বলেন, “৫ আগস্টের পর থেকেই তারা আমাকে নানা হুমকি দিয়ে আসছিল। বুধবার দুপুরে চাপাতি ও লাঠিসোটা হাতে আমার বাসায় হামলা চালায়। আমি ঠেকাতে গেলে চাপাতির কোপ হাতে লাগে, এতে আমার বাম হাতের আঙুল পড়ে যায়।”

তিনি আরও জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় তাকে ও পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।

বনানী থানার ওসি মো. রাসেল সারোয়ার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

বনানীতে পূর্ব বিরোধে এনসিপি নেতার আঙুল কেটে নিল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০১:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

রাজধানীর বনানীতে পূর্ব শত্রুতার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই আন্দোলনের কর্মী মো. আব্দুর রহমান রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব নিজেই এ তথ্য জানান। তিনি বনানী থানা এনসিপির সমন্বয়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

রাকিবের পরিবার জানায়, বুধবার দুপুরে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীবসহ কয়েকজন রাকিবের বনানীর কড়াইলের এরশাদ মাঠ এলাকার বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলার সময় রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার বাম হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারীদের মধ্যে তামিম পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে সামাজিক বিচারে জরিমানা করা হলে তারা রাকিবের ওপর ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের হুমকি দেয়।

সম্প্রতি রাব্বি ও তার দল এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে কটূ মন্তব্য করছিল। এর প্রতিবাদ করায় বুধবার তারা রাকিবের বাসায় হামলা চালায়।

আব্দুর রহমান রাকিব বলেন, “৫ আগস্টের পর থেকেই তারা আমাকে নানা হুমকি দিয়ে আসছিল। বুধবার দুপুরে চাপাতি ও লাঠিসোটা হাতে আমার বাসায় হামলা চালায়। আমি ঠেকাতে গেলে চাপাতির কোপ হাতে লাগে, এতে আমার বাম হাতের আঙুল পড়ে যায়।”

তিনি আরও জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় তাকে ও পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।

বনানী থানার ওসি মো. রাসেল সারোয়ার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”