বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: উপদেষ্টা মাহফুজ

- Update Time : ০৮:১৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ১৫৮ Time View
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (১৩ জুলাই) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ লিখেছেন, এখনও ঐক্যই দরকার। হঠকারীদের স্পেইস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। তবে সবারই রেকনিং দরকার আছে।
তার এই পোস্টে অনেকেই তাদের মতামত দিয়েছেন। এহসানুল হক নামে একজন লিখেছেন, প্রতিদ্বন্দ্বিতা এখন বিদ্বেষ আর শত্রুতায় পরিণত হচ্ছে।
জাহিদ এহসান লিখেছেন, দিনশেষে আমরা শুধু ফ্যাসিবাদের মুখোশ উৎখাত করতে পেরেছি। আওয়ামী ফ্যাসিবাদের যে ডিজাইন করেছে দিল্লি ও এজেন্সি- তারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। তাদের উৎখাত ব্যতীত বাংলাদেশ স্থিতিশীল হবে না। সম্মিলিত ঐক্য ছাড়া আমরা যদি তাদের বিরুদ্ধে না দাঁড়াই, রাষ্ট্র আবার শত্রুদের নিয়ন্ত্রণে চলে যাবে।
তমাল মোহাইমিনের মতে, তাহলে রাষ্ট্রবিরোধী ছায়ালীগের কর্মকান্ডের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হোক।