বড় প্রজেক্টের প্রস্তুতিতে ব্যস্ত তানজিন তিশা
- Update Time : ১০:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৫৯ Time View
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার বর্তমান ব্যস্ততা ও অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
তানজিন তিশা জানান, নিজেকে শুধু ছোটপর্দা বা ওটিটিতে সীমাবদ্ধ রাখতে চান না। ভালো গল্প ও চরিত্র পেলে যেকোনো মাধ্যমে কাজ করতে আগ্রহী তিনি।
তিনি বলেন, “আমি কখনো বলিনি নাটক বা ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী— গল্প ও চরিত্র ভালো লাগলে সেটা নাটক, সিনেমা কিংবা মঞ্চনাটক— যে কোনো কিছু হতে পারে।”
তিশা আরও জানান, একটি বড় প্রজেক্টের জন্য তিনি সাময়িক বিরতি নিয়েছেন। “আমার মনে হয়েছে খুব ভালো ও বড় একটা কাজের জন্য বিরতি দরকার। তাই কিছুদিন কাজ করিনি। এটা এমন না যে সাইন করেও কাজ করিনি,” বলেন তিনি।
অভিনেত্রী জানান, নতুন এই প্রজেক্ট নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। “আমি এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। কাজটি সফলভাবে শেষ হলে সবাইকে জানাব। ভালো কাজ দিয়েই বেঁচে থাকতে চাই,” বলেন তানজিন তিশা।































































































































































































