বঙ্গবন্ধু টানেলে এক মাসে ৪ কোটি টাকা টোল আদায়

- Update Time : ০১:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৬৯ Time View
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন হওয়ার পর থেকে ২৯ অক্টোবর থেকে ২৯ নভেম্বর বুধবার সকাল ৬টা পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১৯৭টি যানবাহন চলাচল করেছে। এই ৩১ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ৪ কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।
সেতু কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, টানেলে থ্রি হুইলার ও মোটরসাইকেল চলাচল করতে পারবে না। টানেলে ১২ ধরনের যানবাহন চলাচল করতে পারে। টানেলের মধ্য দিয়ে যেতে প্রাইভেটকার, জিপ ও পিকআপকে দিতে হচ্ছে ২০০ টাকা। মাইক্রোবাসের ২৫০ টাকা, ৩১ বা এর চেয়ে কম আসনের বাসের জন্য ৩০০ এবং ৩২ বা তার চেয়ে বেশি আসনের জন্য ৪০০ টাকা, ৫ টনের ট্রাকে ৪০০ টাকা, ৫ থেকে ৮ টনের ট্রাকে ৫০০ টাকা, ৮ থেকে ১১ টনের ট্রাকে ৬০০ টাকা টোল দিতে হচ্ছে। এছাড়া ট্রেইলরের (চার এক্সেল) টোল দিতে হয় ১০০০ টাকা এবং চার এক্সেলের বেশি হলে প্রতি এক্সেলের জন্য দিতে হয় ২০০ টাকা করে।
কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ টানেল গত ২৮ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৬টায় সাধারণ যাত্রীদের জন্য টানেলের দ্বার খুলে দেওয়া হয়।
নওরোজ/এসএইচ