বঙ্গবন্ধুর সমাধিতে মাহিয়া মাহির শ্রদ্ধা

- Update Time : ০৩:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১৯১ Time View
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা পেয়েই টুঙ্গিপাড়া চলে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েই তিনি শুরু করেছেন নির্বাচনী কার্যক্রম। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন মাহি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন মাহিয়া মাহি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম।
সবার কাছে দোয়া চাই আমি যেন আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনি এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এ সময় মাহির সঙ্গে তার স্বামী রাকিব সরকার ও ভাষাণ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল করিম, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ