বগুড়ার প্রোফেশনাল ফোরাম কর্তৃক জবিস্থ বগুড়ার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান
- Update Time : ১০:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / ১৯৬ Time View
জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের ( জবি) ১৯ তম ব্যাচের বগুড়াস্থ নবীন শিক্ষার্থীদের নিয়ে ফ্রেশার রিসিপশন প্রোগ্রামের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া প্রোফেশনাল ফোরাম ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড টেকনলজি বিভাগের সেমিনার রুমে এই আয়োজন করা হয়। আয়োজনের সময় শিক্ষার্থীদের ফুল,ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রিক প্রদান করা হয়।
এই বিষয়ে জবিস্থা বগুড়া জেলা কল্যায়নের আহ্বায়ক সৌরভ হোসেন বলেন, বগুড়া একটি ঐতিহ্যবাহী জেলা। দীর্ঘ সময় ধরে আমরা সুন্দর ভাবে প্রোগ্রাম করতে পারি নি। আশা করি এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের জেলায় থেকে আগত শিক্ষার্থীদের নতুন সূচনা শুরু হবে ।
উক্ত অনুষ্ঠানে স্পেক্টা হেক্সা কোম্পানির ব্যবস্থাপক কৃষিবিদ এনামুল হক বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও আমার এই বিশ্ববিদ্যালয়ে অনেক পূর্ব থেকেই যাতায়াত রয়েছে। এছাড়াও আমরা সবাই বগুড়াবাসী এটাই আমাদের মূল পরিচয়। ভবিষ্যৎতে এই ধরনের প্রোগ্রাম আরো অংশগ্রহণ করার চেষ্টা করব।
এছাড়াও অন্য অন্য অতিথিরা বলেন,আমরা সবই একই এলাকার। আমাদের নিজেদের ভেতর যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আমাদের জেলার সবার সাথে সহযোগিতা মুলক সহায়তা বৃদ্ধি পাবে । এবং কোন ধরনের সমস্যা হলে নিজেরা একত্রে হয়ে সমাধান করতে পারব।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা কল্যায়নের উপদেষ্টা পরিষদ এবং স্পেক্টা হেক্সা ফিড লিমটেট কোম্পানির ব্যবস্থাপক ম্যানাজার কৃষিবিদ এনামুল হক সহ বগুড়ার জবিতে অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীরা।


































































































































































































