বগুড়ায় পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, আহত একই পরিবারের ৪ নারী
- Update Time : ১১:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৭৬ Time View
বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের চার নারী সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মৃত কাইয়ুমের স্ত্রী মনোয়ারা বেওয়া (৫৫), তাঁর মেয়ে কাজলী বেগম (৩৫) ও লাকী বেগম (২৬) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে বীনা (২০)।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রকি ও তার সহযোগী শাকিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বীনার সঙ্গে তাঁর স্বামী গাবতলীর সুখানপুকুর এলাকার রকির দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে রকি বৃহস্পতিবার বিকেলে বীনা, তার শাশুড়ি, নানি শাশুড়ি ও শ্যালিকাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় রকিকে সহযোগিতা করে তার বন্ধু শাকিল।
আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে দেন। আহতদের শজিমেকে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, কাজলী বেগমের অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, “পারিবারিক বিরোধের জেরে এ হামলা হয়েছে। অভিযুক্ত রকি ও শাকিলকে গ্রেফতার করা হয়েছে।”
বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































