ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বক্স অফিসে সাড়া ফেলল ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২৮ Time View

রণবীর সিং ও অক্ষয় খান্না I ছবি : সংগৃহীত

রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দ্বিতীয় দিনেও শক্ত অবস্থান ধরে রেখেছে বক্স অফিসে। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৩১ থেকে ৩৩ কোটি রুপি। ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫৮ থেকে ৬০ কোটির কাছাকাছি।

ভারতীয় গণমাধ্যম ‘কইমই’ সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনে ‘ধুরন্ধর’-এর আয় ছিল প্রায় ৩১ কোটি রুপি। দ্বিতীয় দ্য অর্থাৎ শনিবার (০৬ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ৩৩ দশমিক ১০ কোটি রুপি। দুই তথ্যের গড় হিসেবে ধরা হলে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয়ে স্পষ্ট বৃদ্ধি দেখা গেছে। দুই দিনের মোট আয় ইতোমধ্যে ৫০ কোটির ঘর পেরিয়েছে।

এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি একই গতি ধরে রাখতে পারে ‘ধুরন্ধর’, তাহলে প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি ৯০ থেকে ১০০ কোটির ঘরে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ইতিবাচক সাড়া পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এনডিটিভিও জানিয়েছে, দ্বিতীয় দিনে দর্শক উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা সিনেমাটির মুখে-মুখে প্রচার শক্তিশালী হওয়ারই ইঙ্গিত।

দ্বিতীয় দিনের আয়ের ঊর্ধ্বগতির ফলে প্রথম দিন থেকে গড়ে উত্থান ঘটেছে ২০ থেকে ২২ শতাংশ। যা সাধারণত নতুন মুক্তিপ্রাপ্ত কোনো ছবির জন্য শুভ লক্ষণ হিসেবেই ধরা হয়।

আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহপ্রযোজিত এই সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

Please Share This Post in Your Social Media

বক্স অফিসে সাড়া ফেলল ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
Update Time : ০৮:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দ্বিতীয় দিনেও শক্ত অবস্থান ধরে রেখেছে বক্স অফিসে। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৩১ থেকে ৩৩ কোটি রুপি। ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫৮ থেকে ৬০ কোটির কাছাকাছি।

ভারতীয় গণমাধ্যম ‘কইমই’ সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনে ‘ধুরন্ধর’-এর আয় ছিল প্রায় ৩১ কোটি রুপি। দ্বিতীয় দ্য অর্থাৎ শনিবার (০৬ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ৩৩ দশমিক ১০ কোটি রুপি। দুই তথ্যের গড় হিসেবে ধরা হলে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয়ে স্পষ্ট বৃদ্ধি দেখা গেছে। দুই দিনের মোট আয় ইতোমধ্যে ৫০ কোটির ঘর পেরিয়েছে।

এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি একই গতি ধরে রাখতে পারে ‘ধুরন্ধর’, তাহলে প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি ৯০ থেকে ১০০ কোটির ঘরে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ইতিবাচক সাড়া পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এনডিটিভিও জানিয়েছে, দ্বিতীয় দিনে দর্শক উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা সিনেমাটির মুখে-মুখে প্রচার শক্তিশালী হওয়ারই ইঙ্গিত।

দ্বিতীয় দিনের আয়ের ঊর্ধ্বগতির ফলে প্রথম দিন থেকে গড়ে উত্থান ঘটেছে ২০ থেকে ২২ শতাংশ। যা সাধারণত নতুন মুক্তিপ্রাপ্ত কোনো ছবির জন্য শুভ লক্ষণ হিসেবেই ধরা হয়।

আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহপ্রযোজিত এই সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।