ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফোনকে আরও স্মার্ট করতে বদলে ফেলুন ৫ সেটিং

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ১১:০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৫২ Time View

স্মার্টফোন

স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। ফোন ছাড়া আধুনিক জীবন কল্পনা করাই অসম্ভব। আমাদের হাতে থাকা স্মার্টফোনে কিছু গোপন ফিচার থাকে। যেগুলোর খোঁজ অনেকে জানানে না। অথচ এই সেটিংসগুলো বদলালে স্মার্টফোন হয়ে ওঠে আরও স্মার্ট। কী সেই সেটিংস তা জেনে নিন।

কল স্ক্রিন চালু করুন

অ্যানড্রোয়েড ফোনের জন্য এটি একটি দারুণ ফিচার। কেউ ফোন করলে আগে প্রশ্ন করা হবে, ‘কে এবং কেন ফোন করেছে?’ ফলে কেউ কল ধরার আগেই ব্যবহারকারী জানতে পারবে, কে ও কেন ফোন করেছে। পিক্সেল ফোনে এই ফিচারটি সবচেয়ে ভালো কাজ করে। তবে কেউ চাইলে ‘অটো কল স্ক্রিন’ চালু রাখতে পারে। এতে সন্দেহজনক নম্বরগুলো নিজে থেকেই ফিল্টার হয়। এখনতো অনেক স্প্যাম কল আসে, তাই এই ফুল স্ক্রিনিং ফিচারটি চালু রাখতে পারেন।

  • সেটআপ করুন: সেটিংস>ফোন অ্যাপ>মোর>সেটিংস>স্প্যাম অ্যান্ড কল স্ক্রিন

কলার আইডি এনাউন্সমেন্ট

এই ফিচারটি জানাবে, কে ফোন করছে। মানে ফোন বেজে ওঠার সঙ্গে সঙ্গে একটি স্বয়ংক্রিয় কণ্ঠ জানিয়ে দেবে। যেমন সৌরভ নামের কোনো ব্যক্তি যদি কল করে, তাহলে কণ্ঠটি জানাবে, ‘কল ফ্রম সৌরভ’। এই ফিচারটি গাড়ি চালানোর সময়, জিমে বা ব্যস্ত অবস্থায় কাজে লাগে। কেবল ‘হেডসেট ব্যবহার করার সময় শোনাবে’ এমনভাবেও সেটিং করা যাবে। আবার ‘অলওয়েজ’ (সব সময়) ও ‘নেভার’ (কখনো না) সিলেক্ট করার সুযোগ আছে।

  • সেটআপ করুন: সেটিংস>ফোন অ্যাপ>মোর>সেটিংস>কলার আইডি অ্যানাউন্সমেন্ট>অনলি হোয়েন ইউজিং হেডসেট

কল বাবলস বন্ধ করুন

অনেক সময় কল বাবলস খুব বিরক্তিকর লাগে। স্ক্রিনের ওপর ভাসতে থাকে, অন্য অ্যাপ ঢেকে দেয়। ফোন অ্যাপে বাবলস ডিফল্টভাবে চালু থাকে। বন্ধ করতে এই ধাপগুলো অনুসরণ করুন—

  • ফোন অ্যাপ আইকনে ট্যাপ করে ধরে রাখুন।
  • ‘ইনফো’ বাটনে ট্যাপ করুন।
  • অ্যাডভান্সড>ডিসপ্লে ওভার আদার অ্যাপসে যান।
  • ‘অ্যালাও ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনটি বন্ধ করুন।

এতে আর স্ক্রিনে ভাসমান বাবল দেখা যাবে না। কল রিসিভ, স্পিকার অন, মিউট—সব কাজ অ্যাপের ভেতরেই করতে পারবেন।

ফ্লিপ টু সাইলেন্স

এই ফিচার চালু থাকলে ফোন উল্টে রাখলেই (স্ক্রিন নিচে) কল সাইলেন্ট হয়ে যাবে। পিক্সেল-২ থেকে শুরু করে সব পিক্সেল ফোনে এটা ডিফল্টভাবে চালু থাকে। ফোন টেবিলের মতো সমতল জায়গায় রাখলে ভালো কাজ করে। ভোরের ঘুম বা মিটিংয়ের সময়ের জন্য এই ফিচারটি দারুণ কাজের।

  • সেটআপ করুন (যদি থাকে): ফোন অ্যাপ>সেটিংস>অ্যাডভান্সড>ফ্লিপ টু সাইলেন্স

প্রত্যেক কন্টাক্টের জন্য আলাদা রিংটোন

সব কল একরকম শোনালে চিনতে কষ্ট হয়, কে ফোন করছে। তাই প্রিয়জনদের জন্য আলাদা রিংটোন সেটআপ করলে বুঝতে সহজ হয়। যেভাবে সেট করবেন—

  • পছন্দের রিংটোন ফাইলস অ্যাপে রাখুন।
  • গুগল কনট্যাক্টস অ্যাপ খুলুন।
  • নিচে ফিক্স অ্যান্ড ম্যানেজ ট্যাব খুলে কনট্যাক্ট রিংটোনস বেছে নিন।
  • অ্যাড কনট্যাক্ট রিংটোনে এ গিয়ে পছন্দের রিংটোন বেছে নিন।

আপনার নিত্যসঙ্গী স্মার্টফোন কেবল ছবি তোলা বা চ্যাট করার যন্ত্র নয়। বরং আধুনিক জীবনযাপনের অন্যতম অনুসঙ্গ। তাই এই কয়েকটি সহজ সেটিংস বদলে স্মার্টফোনকে আরও স্মার্ট করে তুলুন।

Please Share This Post in Your Social Media

ফোনকে আরও স্মার্ট করতে বদলে ফেলুন ৫ সেটিং

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
Update Time : ১১:০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। ফোন ছাড়া আধুনিক জীবন কল্পনা করাই অসম্ভব। আমাদের হাতে থাকা স্মার্টফোনে কিছু গোপন ফিচার থাকে। যেগুলোর খোঁজ অনেকে জানানে না। অথচ এই সেটিংসগুলো বদলালে স্মার্টফোন হয়ে ওঠে আরও স্মার্ট। কী সেই সেটিংস তা জেনে নিন।

কল স্ক্রিন চালু করুন

অ্যানড্রোয়েড ফোনের জন্য এটি একটি দারুণ ফিচার। কেউ ফোন করলে আগে প্রশ্ন করা হবে, ‘কে এবং কেন ফোন করেছে?’ ফলে কেউ কল ধরার আগেই ব্যবহারকারী জানতে পারবে, কে ও কেন ফোন করেছে। পিক্সেল ফোনে এই ফিচারটি সবচেয়ে ভালো কাজ করে। তবে কেউ চাইলে ‘অটো কল স্ক্রিন’ চালু রাখতে পারে। এতে সন্দেহজনক নম্বরগুলো নিজে থেকেই ফিল্টার হয়। এখনতো অনেক স্প্যাম কল আসে, তাই এই ফুল স্ক্রিনিং ফিচারটি চালু রাখতে পারেন।

  • সেটআপ করুন: সেটিংস>ফোন অ্যাপ>মোর>সেটিংস>স্প্যাম অ্যান্ড কল স্ক্রিন

কলার আইডি এনাউন্সমেন্ট

এই ফিচারটি জানাবে, কে ফোন করছে। মানে ফোন বেজে ওঠার সঙ্গে সঙ্গে একটি স্বয়ংক্রিয় কণ্ঠ জানিয়ে দেবে। যেমন সৌরভ নামের কোনো ব্যক্তি যদি কল করে, তাহলে কণ্ঠটি জানাবে, ‘কল ফ্রম সৌরভ’। এই ফিচারটি গাড়ি চালানোর সময়, জিমে বা ব্যস্ত অবস্থায় কাজে লাগে। কেবল ‘হেডসেট ব্যবহার করার সময় শোনাবে’ এমনভাবেও সেটিং করা যাবে। আবার ‘অলওয়েজ’ (সব সময়) ও ‘নেভার’ (কখনো না) সিলেক্ট করার সুযোগ আছে।

  • সেটআপ করুন: সেটিংস>ফোন অ্যাপ>মোর>সেটিংস>কলার আইডি অ্যানাউন্সমেন্ট>অনলি হোয়েন ইউজিং হেডসেট

কল বাবলস বন্ধ করুন

অনেক সময় কল বাবলস খুব বিরক্তিকর লাগে। স্ক্রিনের ওপর ভাসতে থাকে, অন্য অ্যাপ ঢেকে দেয়। ফোন অ্যাপে বাবলস ডিফল্টভাবে চালু থাকে। বন্ধ করতে এই ধাপগুলো অনুসরণ করুন—

  • ফোন অ্যাপ আইকনে ট্যাপ করে ধরে রাখুন।
  • ‘ইনফো’ বাটনে ট্যাপ করুন।
  • অ্যাডভান্সড>ডিসপ্লে ওভার আদার অ্যাপসে যান।
  • ‘অ্যালাও ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনটি বন্ধ করুন।

এতে আর স্ক্রিনে ভাসমান বাবল দেখা যাবে না। কল রিসিভ, স্পিকার অন, মিউট—সব কাজ অ্যাপের ভেতরেই করতে পারবেন।

ফ্লিপ টু সাইলেন্স

এই ফিচার চালু থাকলে ফোন উল্টে রাখলেই (স্ক্রিন নিচে) কল সাইলেন্ট হয়ে যাবে। পিক্সেল-২ থেকে শুরু করে সব পিক্সেল ফোনে এটা ডিফল্টভাবে চালু থাকে। ফোন টেবিলের মতো সমতল জায়গায় রাখলে ভালো কাজ করে। ভোরের ঘুম বা মিটিংয়ের সময়ের জন্য এই ফিচারটি দারুণ কাজের।

  • সেটআপ করুন (যদি থাকে): ফোন অ্যাপ>সেটিংস>অ্যাডভান্সড>ফ্লিপ টু সাইলেন্স

প্রত্যেক কন্টাক্টের জন্য আলাদা রিংটোন

সব কল একরকম শোনালে চিনতে কষ্ট হয়, কে ফোন করছে। তাই প্রিয়জনদের জন্য আলাদা রিংটোন সেটআপ করলে বুঝতে সহজ হয়। যেভাবে সেট করবেন—

  • পছন্দের রিংটোন ফাইলস অ্যাপে রাখুন।
  • গুগল কনট্যাক্টস অ্যাপ খুলুন।
  • নিচে ফিক্স অ্যান্ড ম্যানেজ ট্যাব খুলে কনট্যাক্ট রিংটোনস বেছে নিন।
  • অ্যাড কনট্যাক্ট রিংটোনে এ গিয়ে পছন্দের রিংটোন বেছে নিন।

আপনার নিত্যসঙ্গী স্মার্টফোন কেবল ছবি তোলা বা চ্যাট করার যন্ত্র নয়। বরং আধুনিক জীবনযাপনের অন্যতম অনুসঙ্গ। তাই এই কয়েকটি সহজ সেটিংস বদলে স্মার্টফোনকে আরও স্মার্ট করে তুলুন।