ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

ফেসবুক মার্কেটিংয়ে নির্ভরতার নতুন ঠিকানা ‘Ongshon Digital’

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ২০ Time View

বর্তমানে ফেসবুক ভিত্তিক ব্যবসার সংখ্যা বাংলাদেশে হু হু করে বাড়ছে। বিশেষ করে হোম-বেইজড উদ্যোক্তাদের মধ্যে অনলাইন মার্কেটিংয়ের চাহিদা ব্যাপক। কিন্তু অনেকেই সঠিকভাবে বিজ্ঞাপন চালাতে না পারায় কাঙ্ক্ষিত সেল পাচ্ছেন না। এই সমস্যা সমাধানে কাজ করছে Ongshon Digital, একটি পেশাদার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যারা মূলত ফেসবুক অ্যাড পরিচালনায় বাস্তবভিত্তিক দক্ষতা দেখিয়ে আসছে।

Ongshon Digital ক্লায়েন্টদের পণ্যের ধরন, টার্গেট মার্কেট, বয়স, লোকেশন ও আগ্রহ অনুযায়ী অডিয়েন্স নির্বাচন করে ক্যাম্পেইন পরিকল্পনা করে। ছোট বাজেটের ব্যবসায়ীরাও যাতে কার্যকর মার্কেটিং করতে পারে, সেই লক্ষ্যেই তাদের সার্ভিস ডিজাইন করা হয়েছে। প্রতিটি ক্যাম্পেইনের জন্য আলাদা স্ট্র্যাটেজি ও কনটেন্ট গাইডলাইন তৈরি করে দেয় Ongshon-এর টিম।

এই প্রতিষ্ঠানটি ১০ ডলার থেকে শুরু করে বড় বাজেটের ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। বিজ্ঞাপন চালানোর পর পারফরম্যান্স বিশ্লেষণ করে প্রয়োজনে সেটি অপটিমাইজও করে। গ্রাহকরা রেগুলার রিপোর্ট পান, যা থেকে স্পষ্ট বোঝা যায় কোন পোস্ট কতটা রেজাল্ট দিয়েছে। এতে বাজেট নষ্ট হওয়ার ঝুঁকি কমে আসে এবং গ্রাহক পায় স্বচ্ছতা ও আস্থা। বর্তমানে অনেক উদ্যোক্তা অন্য জায়গা থেকে বিজ্ঞাপন চালিয়ে তেমন রেজাল্ট পাচ্ছিলেন না।

পরবর্তীতে Ongshon Digital-এর কাছে আসার পর তাদের সেল, পেজ রিচ ও ইনবক্স উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে। প্রতিষ্ঠানটির হাতে থাকা একাধিক রিয়েল-লাইফ কেস স্টাডি থেকেই প্রমাণিত হয়, সঠিকভাবে পরিকল্পিত ফেসবুক বুস্টিং সার্ভিসের মাধ্যমে অল্প বাজেটে কার্যকর বিক্রি সম্ভব।

Ongshon Digital-এর লক্ষ্য শুধু সার্ভিস বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দেশের তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসা এবং নারী উদ্যোক্তাদের জন্য বাস্তবসম্মত ডিজিটাল মার্কেটিং সহায়তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। দেশের অর্থনীতিতে ডিজিটাল বিজনেসের অবদান বাড়াতে এবং উদ্যোক্তাদের সফল করতে এই প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনেকেই অনলাইনে ব্যবসা শুরু করতে চান কিন্তু প্রযুক্তিগত দিক বা বিজ্ঞাপন কৌশল নিয়ে দ্বিধায় থাকেন। Ongshon Digital তাদেরকে শুধু সার্ভিস দেয় না, বরং মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন অডিট ও কনটেন্ট দিকনির্দেশনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেম গড়ে তোলে। এই ধরনের সহায়তা বিশেষ করে নতুন স্টার্টআপদের জন্য অনেক কার্যকর হয়ে উঠছে।

দেশীয় ই-কমার্স খাতের বিকাশে Ongshon Digital একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে ব্যবসা সহজ করছে এবং উদ্যোক্তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। দেশের ডিজিটাল অর্থনীতিতে এই ধরণের প্রতিষ্ঠানগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই।

বর্তমানে ফেসবুক মার্কেটিং ছাড়াও Ongshon Digital-এর অন্যান্য জনপ্রিয় সার্ভিসের মধ্যে রয়েছে SEO সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনটেন্ট রাইটিং, ইমেইল মার্কেটিং, এবং ওয়েব ডিজাইন। প্রতিটি সার্ভিসই এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজেই ব্যবহার করতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং থেকে বাস্তব রেজাল্ট পান।

সবশেষে বলা যায়, যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা অল্প বাজেটে বিজ্ঞাপন চালিয়ে কার্যকর ফল পেতে চান, তাদের জন্য Ongshon Digital হতে পারে একটি পরীক্ষিত সমাধান। প্রতিষ্ঠানটির কাজের ধরনে অনেকটা “কম খরচে ভালো রেজাল্ট” এই মডেলটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

ফেসবুক বুস্টিং সার্ভিস খুঁজছেন অথবা একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটিং সহযোগী খুঁজছেন, তাদের জন্য Ongshon Digital একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

ফেসবুক মার্কেটিংয়ে নির্ভরতার নতুন ঠিকানা ‘Ongshon Digital’

নওরোজ ডেস্ক
Update Time : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

বর্তমানে ফেসবুক ভিত্তিক ব্যবসার সংখ্যা বাংলাদেশে হু হু করে বাড়ছে। বিশেষ করে হোম-বেইজড উদ্যোক্তাদের মধ্যে অনলাইন মার্কেটিংয়ের চাহিদা ব্যাপক। কিন্তু অনেকেই সঠিকভাবে বিজ্ঞাপন চালাতে না পারায় কাঙ্ক্ষিত সেল পাচ্ছেন না। এই সমস্যা সমাধানে কাজ করছে Ongshon Digital, একটি পেশাদার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যারা মূলত ফেসবুক অ্যাড পরিচালনায় বাস্তবভিত্তিক দক্ষতা দেখিয়ে আসছে।

Ongshon Digital ক্লায়েন্টদের পণ্যের ধরন, টার্গেট মার্কেট, বয়স, লোকেশন ও আগ্রহ অনুযায়ী অডিয়েন্স নির্বাচন করে ক্যাম্পেইন পরিকল্পনা করে। ছোট বাজেটের ব্যবসায়ীরাও যাতে কার্যকর মার্কেটিং করতে পারে, সেই লক্ষ্যেই তাদের সার্ভিস ডিজাইন করা হয়েছে। প্রতিটি ক্যাম্পেইনের জন্য আলাদা স্ট্র্যাটেজি ও কনটেন্ট গাইডলাইন তৈরি করে দেয় Ongshon-এর টিম।

এই প্রতিষ্ঠানটি ১০ ডলার থেকে শুরু করে বড় বাজেটের ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। বিজ্ঞাপন চালানোর পর পারফরম্যান্স বিশ্লেষণ করে প্রয়োজনে সেটি অপটিমাইজও করে। গ্রাহকরা রেগুলার রিপোর্ট পান, যা থেকে স্পষ্ট বোঝা যায় কোন পোস্ট কতটা রেজাল্ট দিয়েছে। এতে বাজেট নষ্ট হওয়ার ঝুঁকি কমে আসে এবং গ্রাহক পায় স্বচ্ছতা ও আস্থা। বর্তমানে অনেক উদ্যোক্তা অন্য জায়গা থেকে বিজ্ঞাপন চালিয়ে তেমন রেজাল্ট পাচ্ছিলেন না।

পরবর্তীতে Ongshon Digital-এর কাছে আসার পর তাদের সেল, পেজ রিচ ও ইনবক্স উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে। প্রতিষ্ঠানটির হাতে থাকা একাধিক রিয়েল-লাইফ কেস স্টাডি থেকেই প্রমাণিত হয়, সঠিকভাবে পরিকল্পিত ফেসবুক বুস্টিং সার্ভিসের মাধ্যমে অল্প বাজেটে কার্যকর বিক্রি সম্ভব।

Ongshon Digital-এর লক্ষ্য শুধু সার্ভিস বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দেশের তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসা এবং নারী উদ্যোক্তাদের জন্য বাস্তবসম্মত ডিজিটাল মার্কেটিং সহায়তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। দেশের অর্থনীতিতে ডিজিটাল বিজনেসের অবদান বাড়াতে এবং উদ্যোক্তাদের সফল করতে এই প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনেকেই অনলাইনে ব্যবসা শুরু করতে চান কিন্তু প্রযুক্তিগত দিক বা বিজ্ঞাপন কৌশল নিয়ে দ্বিধায় থাকেন। Ongshon Digital তাদেরকে শুধু সার্ভিস দেয় না, বরং মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন অডিট ও কনটেন্ট দিকনির্দেশনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেম গড়ে তোলে। এই ধরনের সহায়তা বিশেষ করে নতুন স্টার্টআপদের জন্য অনেক কার্যকর হয়ে উঠছে।

দেশীয় ই-কমার্স খাতের বিকাশে Ongshon Digital একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে ব্যবসা সহজ করছে এবং উদ্যোক্তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। দেশের ডিজিটাল অর্থনীতিতে এই ধরণের প্রতিষ্ঠানগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই।

বর্তমানে ফেসবুক মার্কেটিং ছাড়াও Ongshon Digital-এর অন্যান্য জনপ্রিয় সার্ভিসের মধ্যে রয়েছে SEO সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনটেন্ট রাইটিং, ইমেইল মার্কেটিং, এবং ওয়েব ডিজাইন। প্রতিটি সার্ভিসই এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজেই ব্যবহার করতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং থেকে বাস্তব রেজাল্ট পান।

সবশেষে বলা যায়, যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা অল্প বাজেটে বিজ্ঞাপন চালিয়ে কার্যকর ফল পেতে চান, তাদের জন্য Ongshon Digital হতে পারে একটি পরীক্ষিত সমাধান। প্রতিষ্ঠানটির কাজের ধরনে অনেকটা “কম খরচে ভালো রেজাল্ট” এই মডেলটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

ফেসবুক বুস্টিং সার্ভিস খুঁজছেন অথবা একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটিং সহযোগী খুঁজছেন, তাদের জন্য Ongshon Digital একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠছে।