ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক

- Update Time : ১১:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ১১ Time View
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের ‘একপাক্ষিক, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন’ বলে অভিযোগ আনা হয়েছে।
সেখানে বলা হয়েছে, তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিশিয়াল পেজ একের পর এক ‘রিমুভ’ ও ‘সাসপেন্ড’ করা হচ্ছে। শুধু তাই নয়, তার নাম, বক্তব্য বা ছবি প্রকাশ করা মাত্রই দলীয় পেজ, গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অযৌক্তিকভাবে ‘রেস্ট্রিকশনের’ কবলে পড়ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাওলানা মামুনুল হক ফেসবুক কর্তৃপক্ষের একপাক্ষিক ও অগণতান্ত্রিক আচরণের শিকার হচ্ছেন। শুধু তার ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, তার নাম ও ছবি প্রকাশ করলেই দলীয় পেজ এবং অন্যান্য গণমাধ্যমের অ্যাকাউন্টগুলোও অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের কবলে পড়ছে।
জিডিতে মাওলানা মামুনুল হক আরও উল্লেখ করেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ওপর ভয়ংকর আঘাত।
এমন পরিস্থিতিতে তিনি গত সোমবার ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ বুধবার দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, ‘গত কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত আইডি এবং অফিশিয়াল পেজ বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’
তিনি আরো বলেন, ‘একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে তাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট অপচেষ্টা।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি আইন মেনে থানায় জিডি করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়