ফেনী’র কাজিরবাগ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০৬:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৩২৪ Time View
গত শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ফেনী সদরের ৫নং কাজীরবাগ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে রানীর হাট বাজার চত্বরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আমীর মাষ্টার মোঃ রেজাউল হক ভূঁইয়া এর সভাপতিত্বে ও অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নব নির্বাচিত ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,’ফ্যাসিষ্ট হাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে’।আগামীর বাংলাদেশ গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,জামায়াতে ইসলামী দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।
সম্মেলনে জেলা আমীর মুফতী আবদুল হান্নান বলেন,জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।তিনি বলেন,স্বৈরাচারী হাসিনা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখে এত অন্যায় করেছে যে তার সরকারের পতনের পর এক মিনিটও টিকে থাকার সৎ সাহস দেখাতে পারেনি।লক্ষন সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। প্রভুদের দেশে আশ্রয় নিয়ে এখন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।শেখ হাসিনা রিক্সা লীগ, আনসার লীগ সর্বশেষ ইস্কন ইস্যকে কেন্দ্র করে এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরও তাদের ষড়যন্ত্র থেমে নেই।
অধ্যাপক আবু ইউসুফ বলেন, যাদের জীবনের বিনিময়ে দেশবাসী সর্বগ্ৰাসী জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছে সেসব বীর শহীদদেরকে জামায়াত দলীয় ভাবে বিবেচনা করেনা। তারা জাতীয় বীর।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহিম,জেলা সহ.সেক্রেটারী ও জেলা চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এড.জামাল উদ্দিন, ফেনী সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান,ফেনী সদর উপজেলা সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন, ফেনী সদর উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা নাসির উদ্দিন, বংশাল থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিন ৩২নং ওয়ার্ড সভাপতি মো: জসিম উদ্দিন মজুমদার, ফেনী জেলা জজ আদালতের এজিপি এড. কাজী মো: শাহজালাল সাজু,ফেনী সদর উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য,সাবেক কাজিরবাগ ইউনিয়ন আমীর মাও.সাইফুল ইসলাম, চট্টগ্রাম জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মো: ইসমাইল হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বক্সমাহমুদ মাদ্রাসার সুপার মাও: কামরুল ইসলাম ,বিশিষ্ট শিক্ষানুরাগী আলা উদ্দিন টিপু, কাজিরবাগ মজিদ মিয়া বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা হাফেজ নুরুল করিম , সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা মো: সাহাব উদ্দিন মৃধা,পেশাজীবি বিভাগের ৬নং ওয়ার্ড সভাপতি ডাঃ মোঃ এরফানুল হক ভূঁইয়া, ৫নং কাজিরবাগ ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মো:সাজ্জাদ হোসেন প্রমুখ।






























































































































































































