ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মাসব্যাপী চলছে ফুল উৎসব

ফুলের সৌন্দর্য আর সৌরভে মাতছে চট্টগ্রামে ডিসি পার্ক

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : ০২:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৭৮ Time View

চন্দ্র মল্লিকা, গোলাপ-গাঁদা, রজনীগন্ধাসহ দেশী-বিদেশী ১৩৬ প্রজাতির ফুল দেখার জন্য জনস্রোত এখন চট্টগ্রামের ফৌজদারহাটে। বঙ্গোপসাগরের কোলঘেঁষে সীতাকুন্ড। উপকূলে ১৯৪ একর জায়গাজুড়ে গড়ে তোলা ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। চট্টগ্রাম জেলা প্রশাসনের এটি তৃতীয় আয়োজন।

ফুলের রাজ্য দেখতে যে হাজার হাজার মানুষের আগমন হয়, তা চট্টগ্রামের ডিসি পার্কের চিত্র না দেখলে বোঝার উপায় নেই। বাহারি ফুলের সমারোহ দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। ডিসি পার্কের লাল, হলুদ, সাদা, গোলাপী, বেগুনি, সবুজ রঙের ফুল গাছগুলো রং ছড়াচ্ছে বিস্তীর্ণ এলাকায়। মাসব্যাপী এ ফুল উৎসবের সঙ্গে প্রতিদিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান। সাপ্তাহিক ছুটির দিনে নানা শ্রেণি-পেশার মানুষের কাছে ডিসি পার্ক অন্যতম বিনোদন স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

এবার মাসব্যাপী এ আয়োজনে আনুমানিক ১২ লাখ ফুলপ্রেমীদের সমাগম আশা করছেন আয়োজকরা। মেলায় বিভিন্ন দিনে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, বইমেলা, পুতুল নাচ, গ্রামীণ মেলা, লেজার লাইট শো, ভায়োলিন শো, মুভি শো এবং পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে ডিসি পার্ক। ৫০ টাকার টিকিটের বিনিমিয়ে এ ডিসি পার্কে নয়নাভিরাম দৃশ্য দেখতে আসছে ফুলপ্রেমী মানুষ।

চট্টগ্রাম নগর থেকে কিছুটা দূরে হওয়ায় বেশ আগেভাগেই রওনা দেন শহরের বাসিন্দারা এ পার্কের সৌন্দর্য উপভোগ করতে। আর সীতাকুন্ডর বিভিন্ন গ্রাম ও শহরের প্রবেশমুখে থাকায় উপজেলা পর্যায়ের বাসিন্দারাও পরিবার নিয়ে মাসব্যাপী ফুল উৎসবে সামিল হচ্ছে প্রতিদিন। বিশেষ করে প্রবেশপথে ফুলের টব দিয়ে সজ্জিত তোরণের সামনে দাঁড়িয়ে সেলফি এবং ভাসমান ফুল বেডটির সম্মুখে দাঁড়িয়ে ছবি তোলার ভিড় সকাল থেকেই লেগে থাকে। এছাড়া বিভিন্ন নক্সায় সজ্জিত করা হয়েছে ফুল আলাদা আলাদা ফুল বাগান।

পার্কটিতে চর্তুদিকে ফুলের সৌন্দর্য থাকায় শিশু থেকে বৃদ্ধ বয়সীদের নিয়েও বেড়াতে আসছেন অনেকে। সেখানে রয়েছে কবুতর পার্ক, আর জোড়া পুকুরের মাঝে ভাসমান ফুলের বেড। মাঁচা তৈরি করে পার্কের পুকুরের মাঝে ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কের মাঝখানে, যেটি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। এছাড়া ফুলের মাঝে এবং ফুল দিয়ে সাজানো সেলফি জোনে কার আগে কে ছবি তুলবেন, এ নিয়ে প্রতিযোগিতা দেখা যায় প্রতিদিন। প্রতি শুক্রবার দুপুরের পর হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে মুখরিত এই পার্ক যেন একখ- ফুলের দেশে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

মাসব্যাপী চলছে ফুল উৎসব

ফুলের সৌন্দর্য আর সৌরভে মাতছে চট্টগ্রামে ডিসি পার্ক

চট্টগ্রাম প্রতিনিধি
Update Time : ০২:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চন্দ্র মল্লিকা, গোলাপ-গাঁদা, রজনীগন্ধাসহ দেশী-বিদেশী ১৩৬ প্রজাতির ফুল দেখার জন্য জনস্রোত এখন চট্টগ্রামের ফৌজদারহাটে। বঙ্গোপসাগরের কোলঘেঁষে সীতাকুন্ড। উপকূলে ১৯৪ একর জায়গাজুড়ে গড়ে তোলা ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। চট্টগ্রাম জেলা প্রশাসনের এটি তৃতীয় আয়োজন।

ফুলের রাজ্য দেখতে যে হাজার হাজার মানুষের আগমন হয়, তা চট্টগ্রামের ডিসি পার্কের চিত্র না দেখলে বোঝার উপায় নেই। বাহারি ফুলের সমারোহ দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। ডিসি পার্কের লাল, হলুদ, সাদা, গোলাপী, বেগুনি, সবুজ রঙের ফুল গাছগুলো রং ছড়াচ্ছে বিস্তীর্ণ এলাকায়। মাসব্যাপী এ ফুল উৎসবের সঙ্গে প্রতিদিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান। সাপ্তাহিক ছুটির দিনে নানা শ্রেণি-পেশার মানুষের কাছে ডিসি পার্ক অন্যতম বিনোদন স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

এবার মাসব্যাপী এ আয়োজনে আনুমানিক ১২ লাখ ফুলপ্রেমীদের সমাগম আশা করছেন আয়োজকরা। মেলায় বিভিন্ন দিনে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, বইমেলা, পুতুল নাচ, গ্রামীণ মেলা, লেজার লাইট শো, ভায়োলিন শো, মুভি শো এবং পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে ডিসি পার্ক। ৫০ টাকার টিকিটের বিনিমিয়ে এ ডিসি পার্কে নয়নাভিরাম দৃশ্য দেখতে আসছে ফুলপ্রেমী মানুষ।

চট্টগ্রাম নগর থেকে কিছুটা দূরে হওয়ায় বেশ আগেভাগেই রওনা দেন শহরের বাসিন্দারা এ পার্কের সৌন্দর্য উপভোগ করতে। আর সীতাকুন্ডর বিভিন্ন গ্রাম ও শহরের প্রবেশমুখে থাকায় উপজেলা পর্যায়ের বাসিন্দারাও পরিবার নিয়ে মাসব্যাপী ফুল উৎসবে সামিল হচ্ছে প্রতিদিন। বিশেষ করে প্রবেশপথে ফুলের টব দিয়ে সজ্জিত তোরণের সামনে দাঁড়িয়ে সেলফি এবং ভাসমান ফুল বেডটির সম্মুখে দাঁড়িয়ে ছবি তোলার ভিড় সকাল থেকেই লেগে থাকে। এছাড়া বিভিন্ন নক্সায় সজ্জিত করা হয়েছে ফুল আলাদা আলাদা ফুল বাগান।

পার্কটিতে চর্তুদিকে ফুলের সৌন্দর্য থাকায় শিশু থেকে বৃদ্ধ বয়সীদের নিয়েও বেড়াতে আসছেন অনেকে। সেখানে রয়েছে কবুতর পার্ক, আর জোড়া পুকুরের মাঝে ভাসমান ফুলের বেড। মাঁচা তৈরি করে পার্কের পুকুরের মাঝে ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কের মাঝখানে, যেটি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। এছাড়া ফুলের মাঝে এবং ফুল দিয়ে সাজানো সেলফি জোনে কার আগে কে ছবি তুলবেন, এ নিয়ে প্রতিযোগিতা দেখা যায় প্রতিদিন। প্রতি শুক্রবার দুপুরের পর হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে মুখরিত এই পার্ক যেন একখ- ফুলের দেশে পরিণত হয়।