ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইবি ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

- Update Time : ১০:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৫৩ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি এবং ফিলিস্তিনি নাগরিকদের গনহত্যা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি জানিয়ে পতাকা উত্তোলন, বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ।
সোমবার (০৬ মে) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্ব বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেন্ট এলাকা থেকে শুরু হয় এ কর্মসূচি।
পরে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বর, ডায়েনা চত্ত্বর, মৃত্যুঞ্জয়ী মুজিবসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগের দলীয় টেন্টে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ কর্মসূচি।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, রকিবুল ইসলাম, আরিফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রলীগ কর্মী সামিউল, শাহিন, হাফিজ, কামাল, রতন, ইমন, ফুয়াদ, রনিসহ প্রায় শতাধিক নেতাকর্মীবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়