ফরিদপুরে নৌ-শ্রমিকের উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

- Update Time : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ৩২ Time View
ফরিদপুরের নৌ শ্রমিকের উপর হামলা করে টাকা-পয়সা ও মালামাল ছিনতাই করে নেয়ার অভিযোগ উঠেছে। হামলার শিকার হওয়া মোঃ ইমরান হোসেন আলফাডাঙ্গার মেসার্স সায়েদ এন্টারপ্রাইজের কমিশন এজেন্সীর নৌ-শ্রমিক এবং ঐ থানাধীন সিকিপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় ইমরান হোসেন বাদী হয়ে মোঃ মিন্টু মোল্যা মাস্টার, মেহেদী হাসান, সাইফুল ইসলাম সাইফাত, তমিজ মোল্যা, মোঃ রাজ্জাক মোল্যা, সাজেদুল ইসলাম, সিয়ামসহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। যাহার নং-২২৮/২৪, তাং- ১১ ডিসেম্বর, ২০২৪।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে পক্ষগনের বিরোধ চলছে। এই ঘটনার জের ধরে গত ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি. তারিখ সন্ধ্যার দিকে স্থানীয় চরডাঙ্গা বাজারে পৌঁছালে বিবাদীগণ কথা কাটাকাটির এক পর্যায়ে ইমরান হোসেনকে শারীরিক ভাবে হেনস্তা করে।
পরবর্তীতে সন্ধ্যা ৭ টার দিকে আলফাডাঙ্গা থানাধীন সিকিপাড়ার সাগর ষ্টোর নামক দোকানে পাশে পৌঁছানো মাত্র প্রতিপক্ষরা দেশি অস্ত্র সস্ত্র নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ফেলে হামলা চালিয়ে তার কাছে থাকা নগদ ৪ লক্ষ ৭৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে মিন্টু মোল্যা মাষ্টারের সাথে কথা বললে তিনি জানান, ইমরান আমার আপন চাচাতো ভাই। আমার জানামতে এমন কোন ঘটনা ঘটেনি। আমি সন্ধ্যার দিকে চরডাঙ্গায় গিয়েছিলাম বরং ও আমাকে মেরেছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, এ বিষয়ে আমি অবগত না। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবো।
নওরোজ/এসএইচ