ফরাসি ফুটবলারের বিরুদ্ধে প্রেমিকাকে মূত্র পান করানোর অভিযোগ

- Update Time : ০৯:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ৮ Time View
ফরাসি ফুটবলার দিমিত্রি পায়েতের বিরুদ্ধে নারী নির্যাতনের মতো ভয়াবহ অভিযোগ উঠেছে। সাবেক ওয়েস্ট হ্যাম তারকার বিরুদ্ধে তার সাবেক প্রেমিকা শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। ব্রাজিলিয়ান পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
২০২৩ সাল থেকে ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামার হয়ে খেলছেন পায়েত। সেখানে লারিসা ফেরারি নামে ব্রাজিলিয়ান এক নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। সাত মাস টেকে তাদের প্রেমের সম্পর্ক। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সম্প্রতি পায়েতের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছেন ফেরারি।
ফেরারির অভিযোগ, নিজের স্ত্রীর অগোচরে পায়েত তাকে ফোনে ফোনে বিয়ে করেছেন। এছাড়া জোর করে ফেরারির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করেছেন পায়েত। তিনি আরও অভিযোগ করেন, পায়েত নাকি ফেরারিকে নিজের মূত্র পান করাতে বাধ্য করেছেন। শুধু তাই নয়, ঘরের মেঝে চেটে পরিষ্কার করতে বাধ্য করার অভিযোগও আছে পায়েতের বিরুদ্ধে।
ফেরারির করা অনলাইন অভিযোগ অনুযায়ী, পায়েত তাকে শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন করেছেন। পায়েতের নির্যাতনের ছাপ এখনও তার শরীরে আছে বলে উল্লেখ করা হয় অভিযোগে।
ইংলিশ গণমাধ্যম দ্য সানের কাছে ফেরারি বলেন, ‘সে একজন অসুস্থ দানব। অনেক ভয় পেয়েছি এবং আমি এখনও ভীত। আমি শুধু বিচার চাই না, অন্য নারীদেরও সাহায্য করতে চাই যারা তাদের প্রেমিককে অন্ধের মতো ভালোবেসে নির্যাতনের সুযোগ করে দেন। (পায়েতের সঙ্গে সম্পর্কের শুরুর দিন) সে অনেক হাসিখুশি এবং রোমান্টিক ছিল। পরের দিন আমি ওর খেলা দেখতে যাই। সে খুবই মনোযোগী ছিল এবং আমাকে জড়িয়ে ধরে চুমুও খেয়েছিল। আমি ভেবেছিলাম সে অনেক ভালো মানুষ।’
‘আমাদের মধ্যে একটা মিথ্যে বিয়েও হয়েছিল। সে বলেছিল এটাই আমাদের আনুষ্ঠানিক সম্পর্কে ঢোকার মুহূর্ত। সে কখনো তার স্ত্রীর কথা উল্লেখ করেনি এবং আমিও তাকে জিজ্ঞেস করিনি। সে আমাকে বিয়ের আংটি কিনে দিয়েছিল এবং বলেছিল আমাকে ছেড়ে যাবে না,’ তিনি যোগ করেন।
পায়েতের বিষয়ে ফেরারি আরও বলেন, ‘সে বলেছিল তাকে আমি বিশ্বাস করতে পারি। এরপর আমাকে বলে আমাকে শাস্তি দিবে সে। ৩০ দিনের জন্য ফ্রান্সে তার বাড়িতে গিয়ে থাকবে। সে আমাকে এটাও বলে যে, বাড়ি থেকে ফেরার পর আমাকে যৌন শাস্তি দিবে।’
ফেরারির অভিযোগ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পায়েত এবং তার ক্লাব ভাস্কো দ্য গামা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়