ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় শিক্ষিকা অপহরণ, অভিযুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার

আলমগীর হোসেন অপু, রংপুর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২৪৪ Time View

রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলশিক্ষিকাকে অপহরণের অভিযোগে লিয়াকত উল্লাহ লুসান নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক। তিনি গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭-৮ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধর করা হয়। ভুক্তভোগী শিক্ষিকা চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

পরে আহত শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত পাঁচজনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পরদিন অসুস্থতার অজুহাতে উপজেলা হাসপাতালে ভর্তি হন লিয়াকত উল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফজার রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিয়াকত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর অপহরণের ঘটনা ঘটানো হয়। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় শিক্ষিকা অপহরণ, অভিযুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার

আলমগীর হোসেন অপু, রংপুর জেলা প্রতিনিধি
Update Time : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলশিক্ষিকাকে অপহরণের অভিযোগে লিয়াকত উল্লাহ লুসান নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক। তিনি গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭-৮ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধর করা হয়। ভুক্তভোগী শিক্ষিকা চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

পরে আহত শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত পাঁচজনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পরদিন অসুস্থতার অজুহাতে উপজেলা হাসপাতালে ভর্তি হন লিয়াকত উল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফজার রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিয়াকত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর অপহরণের ঘটনা ঘটানো হয়। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।