প্রার্থীতা ঘোষনা করে যাত্রা শুরু করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম
- Update Time : ০৩:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ২৯২০ Time View
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ ( কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষনা করেছেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম বলেন, দলের সংকটময় সময়ে যে কোন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেছি। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করছি। তিনি বলেন, ৩১ দফাই আমাদের জাতির মুক্তির রুপরেখা। এখানে আছে গণতন্ত্র , ন্যায় বিচার, নাগরিক অধিকার ও উন্নয়নশীল বাংলাদেশের প্রতিশ্রুতি। দলীয় মনোয়নয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে, দুর্নীতি রোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি কিশোরগঞ্জের রাজপথে ছিলাম । তরুণ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী অংশ নিয়েছি। তারপর ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতন, মামলা, জেল-জুলুম সবকিছুর মধ্যেও জনগণের পাশে থেকেছি । তাই আমার প্রার্থীতা ঘোষনা কোনো উচ্চাকাঙ্খা নয়, এটি আমার জীবনের লড়াইয়ের ধারাবাহিকতা, জনগনের ভালোবাসার প্রতিফলন এবং গণতন্ত্র পূনরুদ্ধারের এক অবিচল অঙ্গীকার।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুজ্জামন, মো. ইসমাইল হোসেন মধূ, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি অমিনুল ইসলাম আশফাক, বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ কিশোরগঞ্জ জেলা এবং হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়













































































































































































