ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকের সেমিনার

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : ০১:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩২৯ Time View

নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের সেবা দান কার্যক্রম জোড়দান করণ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন জেলা  কমিউনিটি ক্লিনিক উপসচিব মো: নাসির উদ্দীন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর, অধ্যক্ষ আব্দুস সাত্তার,স্পিনঅফ  স্টুডিও প্রতিষ্ঠাতা সিইও আসাদুজ্জামান আসাদ, আইটি স্পেশালিষ্ট আসাদুজ্জামান, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

এসময় বক্তরা বলেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক একটি বৈপ্লবিক উদ্যোগ। মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, সাধারণ চিকিৎসা প্রদান, টিকা কার্যক্রম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এর অবদান উল্লেখযোগ্য। তবে জনবল সংকট, চিকিৎসা সামগ্রীর ঘাটতি, তথ্যপ্রযুক্তি সেবা সীমিতকরণ এবং পর্যাপ্ত অবকাঠামোগত সহায়তার অভাব বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।

উপসচিব মো: নাসির উদ্দিন বলেন, সকলেই মিলে সহযোগিতা করলেই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা যাবে।

সেমিনার শেষে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আলোচনায় উত্থাপিত প্রস্তাবনা ও করণীয়গুলো বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিক আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠী তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা আরও সহজে পাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের এ কার্যক্রমকে সফল করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কমিউনিটি ক্লিনিক শুধু চিকিৎসা প্রদান নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এসময় জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ইনচার্জ, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকের সেমিনার

নীলফামারী প্রতিনিধি
Update Time : ০১:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের সেবা দান কার্যক্রম জোড়দান করণ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন জেলা  কমিউনিটি ক্লিনিক উপসচিব মো: নাসির উদ্দীন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর, অধ্যক্ষ আব্দুস সাত্তার,স্পিনঅফ  স্টুডিও প্রতিষ্ঠাতা সিইও আসাদুজ্জামান আসাদ, আইটি স্পেশালিষ্ট আসাদুজ্জামান, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

এসময় বক্তরা বলেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক একটি বৈপ্লবিক উদ্যোগ। মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, সাধারণ চিকিৎসা প্রদান, টিকা কার্যক্রম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এর অবদান উল্লেখযোগ্য। তবে জনবল সংকট, চিকিৎসা সামগ্রীর ঘাটতি, তথ্যপ্রযুক্তি সেবা সীমিতকরণ এবং পর্যাপ্ত অবকাঠামোগত সহায়তার অভাব বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।

উপসচিব মো: নাসির উদ্দিন বলেন, সকলেই মিলে সহযোগিতা করলেই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা যাবে।

সেমিনার শেষে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আলোচনায় উত্থাপিত প্রস্তাবনা ও করণীয়গুলো বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিক আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠী তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা আরও সহজে পাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের এ কার্যক্রমকে সফল করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কমিউনিটি ক্লিনিক শুধু চিকিৎসা প্রদান নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এসময় জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ইনচার্জ, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।