প্রসবের সময় হাতির মৃত্যু টেকনাফে শাবক উদ্ধার গহীন জঙ্গলে

- Update Time : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ১৯১ Time View
কক্সবাজারের টেকনাফ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন বনে বাচ্চা প্রসব শেষে এক মা হাতির মৃত্যু হয়েছে। তবে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা শাবক হাতিটি বেঁচে আছে। খবর শুনে বন বিভাগের লোকজন হাতির শাবককে উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ অফিসে নিয়ে আসেন। তাকে আপাতত গরুর দুধ খাওয়ানো হচ্ছে।
রোববার রাতে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতির বাচ্চা শাবক প্রসব করার সময় মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবকটি উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসেন। পাশাপাশি মৃত মা হাতিকে মাটিচাপা দেওয়া হবে তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবকটি ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানোর প্রক্রিয়া চলছে।