ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত
সিলেটে মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রশাসনসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক ভাবে কাজ করতে হবে

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ১১:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / ১৩৪ Time View

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তাই প্রশাসনসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক ভাবে কাজ করতে হবে। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গণমান্য ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি করর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সাংবাদিক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী আরো বলেন, উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানিতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না। কাজেই কোন দেশ কি ধরনের জনশক্তি চাইছে ; সেই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠানো হবে। প্রতিমন্ত্রী আজ দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রবাসীদের উদ্যোগে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। তিনি সন্ধ্যায় সিলেট নগরের জেলা পরিষদে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথম সিলেট সফরে আসেন সিলেট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তার এই আগমনে সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। তিনি সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এ সময় তিনি বলেন, ‘দেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। আমরা সিলেটবাসী উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো।’

তিনি রাতে জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী এর ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিলে যোগদান করেন। সিলেটে দুই দিনের সফর শেষে মঙ্গলবার রাতে তিনি বিমান যোগে ঢাকা যান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

সিলেটে মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রশাসনসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক ভাবে কাজ করতে হবে

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ১১:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তাই প্রশাসনসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক ভাবে কাজ করতে হবে। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গণমান্য ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি করর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সাংবাদিক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী আরো বলেন, উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানিতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না। কাজেই কোন দেশ কি ধরনের জনশক্তি চাইছে ; সেই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠানো হবে। প্রতিমন্ত্রী আজ দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রবাসীদের উদ্যোগে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। তিনি সন্ধ্যায় সিলেট নগরের জেলা পরিষদে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথম সিলেট সফরে আসেন সিলেট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তার এই আগমনে সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। তিনি সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এ সময় তিনি বলেন, ‘দেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। আমরা সিলেটবাসী উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো।’

তিনি রাতে জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী এর ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিলে যোগদান করেন। সিলেটে দুই দিনের সফর শেষে মঙ্গলবার রাতে তিনি বিমান যোগে ঢাকা যান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।