ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার

আলমগীর হোসেন অপু, রংপুর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৩০ Time View

রংপুরের পীরগঞ্জে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আসমা বেগমকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামের শাহীনুর (৪৮) এবং তাঁর ছেলে বেলাল হোসেন (২২)। রোববার (৩ আগস্ট) অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

গত শুক্রবার ভোরে পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে নিজ বাড়িতে আসমা বেগমের (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি মালয়েশিয়া প্রবাসী সাজু মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের মেয়ে সোনিয়া আক্তার পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।

নিহতের মেয়ে সোনিয়া আক্তার জানান, গত বুধবার দিবাগত রাত থেকে একাধিকবার ফোন দিলেও মা কোনো সাড়া দেননি। বৃহস্পতিবার রাতে প্রবাসী বাবা সাজু মিয়াও মায়ের খোঁজ চান। উদ্বেগ বাড়লে রাত ১২টার দিকে এক প্রতিবেশী নারীকে মাকে ডাকতে পাঠান সোনিয়া। সাড়া না পেয়ে প্রাচীর টপকে আরেকজন ঘরে ঢুকে ভেতর থেকে গেট খুললে এলাকাবাসী রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেয়ের বিয়ের পর থেকে আসমা বেগম বাড়িতে একাই থাকতেন।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই নারীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই তদন্ত শুরু হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত সন্দেহে ওই দুই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ ও পেছনের কারণ অনুসন্ধানে রিমান্ড আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

প্রবাসীর স্ত্রীকে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার

আলমগীর হোসেন অপু, রংপুর জেলা প্রতিনিধি
Update Time : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

রংপুরের পীরগঞ্জে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আসমা বেগমকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামের শাহীনুর (৪৮) এবং তাঁর ছেলে বেলাল হোসেন (২২)। রোববার (৩ আগস্ট) অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

গত শুক্রবার ভোরে পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভবানীপুর (বাদিপাড়া) গ্রামে নিজ বাড়িতে আসমা বেগমের (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি মালয়েশিয়া প্রবাসী সাজু মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের মেয়ে সোনিয়া আক্তার পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।

নিহতের মেয়ে সোনিয়া আক্তার জানান, গত বুধবার দিবাগত রাত থেকে একাধিকবার ফোন দিলেও মা কোনো সাড়া দেননি। বৃহস্পতিবার রাতে প্রবাসী বাবা সাজু মিয়াও মায়ের খোঁজ চান। উদ্বেগ বাড়লে রাত ১২টার দিকে এক প্রতিবেশী নারীকে মাকে ডাকতে পাঠান সোনিয়া। সাড়া না পেয়ে প্রাচীর টপকে আরেকজন ঘরে ঢুকে ভেতর থেকে গেট খুললে এলাকাবাসী রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেয়ের বিয়ের পর থেকে আসমা বেগম বাড়িতে একাই থাকতেন।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই নারীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই তদন্ত শুরু হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত সন্দেহে ওই দুই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ ও পেছনের কারণ অনুসন্ধানে রিমান্ড আবেদন করা হবে।