প্রবাসীর ঘর ভাঙচুর ও জবরদখল; দেশে আসলেই প্রাননাশের হুমকি

- Update Time : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৯২ Time View
কুষ্টিয়ায় সমসের নামের এক কানাডা প্রবাসীর ঘর জবরদখল করার অভিযোগ উঠেছে আপন বড় ভাই জমসেরের বিরুদ্ধে। তারা সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী জোতপাড়া এলাকার চান্দু আলীর দুই ছেলে।
কানাডা প্রবাসী সমসের সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জেরে ৩ মাস পূর্বে স্বপরিবার নিয়ে কানাডায় পাড়ি দেন তিনি। ভাইয়ের অত্যচার আর হত্যার হুমকিতে বাপ দাদার ভিটাও ছেড়েছেন। তবে তার ঘরটি গুছিয়ে রেখে গিয়েছিলেন। হঠাৎ ৫ জুন বুধবার বড় ভাই জামসের ও তার স্ত্রী মুসলিমা বেগম সন্ত্রাসী মানিক,কোহিনূর ও তাদের দলবল নিয়ে ঘরের তালা ভেঙে মালামাল বের করে ঘরটি জবরদখল করে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,ছোট ভাই প্রবাসে থাকা অবস্থায় বড় ভাইয়ের বর্বরোচিত কাজটি করা বোধগম্য নয়। ঘরটি জবরদখল করা উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা যায়, সমসেরের কক্ষটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ওয়াল ও জানালা ভেঙে নতুন করে নির্মান করা হয়েছে।
বিষয়টি নিয়ে জামসেরও অভিমত ব্যক্ত করে বলেন,ঘর নিজে তৈরী করেছিলেন। তার সহধর্মিণী ও সন্তানদের থাকার ব্যবস্থার জন্য নতুন করে মেরামত করছেন। তবে, যে কক্ষটি ভেঙেছেন সে কক্ষে ছোট ভাই সমসের থাকতেন বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।