ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫ নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে

প্রবল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো ডুসার্কের লুডু চ্যাম্পিয়নশিপ ২০২৩

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ১১:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / ৭৫৮ Time View

প্রবল উৎসাহ আর উদ্দীপনার মাঝে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ(ডুসার্ক) এর লুডু চ্যাম্পিয়নশিপ ২০২৩।

শনিবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ১৬ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । ছেলেরা ও মেয়েরা আলাদা আলাদা দল গঠন করে। প্রতিটি দলে সদস্য ছিল ২ জন ।

ফাইনাল খেলায় ছেলেদের দল মিশন হেক্সাকে পরাজিত করে বিজয়ী হয় মেয়েদের দল দোলনচাঁপা। ছেলেদের রানার্স আপ দল ছিল টিম টাইগার্স আর মেয়েদের রানার্স আপ দলের নাম কাঠগোলাপ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হল প্রাঙ্গণে ডুসার্ক কর্তৃক আয়োজিত এই লুডু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী সকলের আবেগের বহিঃপ্রকাশ ছিল লক্ষ্য করার মতো। রাজশাহী কলেজ থেকে অনেক দূরে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেও তারা যে কলেজের প্রতি প্রবল টান অনুভব করেন এটিই যেন ফুটে উঠছিল তাদের প্রতিটি আবেগ মিশ্রিত আনন্দ আর উল্লাস ধ্বনিতে।

জানতে চাইলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ(ডুসার্ক) এর সভাপতি জহুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ডুসার্ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন। ডুসার্ক আমাদের কাছে একটি পরিবারের মতো। পরিবারের মতো করেই আমরা একসাথে চলি। একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াই। ডুসার্কের রানিং একশত পঞ্চাশ জনের মতো সদস্য রয়েছে।

লুডু চ্যাম্পিয়নশিপের ব্যাপারে ডুসার্ক সভাপতি জহুরুল হক বলেন, আমরা আজকে ডুসার্ক পরিবারের পক্ষ থেকে সংগঠনের গতিশীলতা ও বিনোদনের জন্য লুডু চাম্পিয়নশিপের আয়োজন করেছিলাম। ডুসার্কের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় খুব সুন্দর ভাবে প্রোগ্রামটি শেষ করতে পেরেছি। আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে ডুসার্কের সাবেক সফল সভাপতি শায়লা বরকত আপু ও সাবেক সফল সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ভাই উপস্থিত থেকে প্রোগ্রামকে আরও বেশি প্রানবন্ত করেছেন। আগামীতে ডুসার্কের পক্ষ থেকে সকলের সহযোগিতায় আমরা আরও নতুন নতুন প্রোগ্রাম উপহার দিতে পারবো ইন-শা-আল্লাহ।

এ প্রসঙ্গে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ডুসার্ক) এর সাধারণ সম্পাদক নেশিন মুবাশ্ শিরা বলেন, ফোন বা আধুনিকতার যুগে এসে আমরা আমাদের শৈশব কে যেন প্রায় হারিয়ে ফেলছি। সব কিছুই হয়ে গেছে এখন প্রযুক্তি নির্ভর।যেই খেলাধুলা আমরা মাঠে খেলতাম সেগুলোর স্থান দখল করেছে ফোন বা ল্যাপটপ। তাই শৈশব কে কিছুটা ফিরে পেতে আমরা এই লুডু খেলার আয়োজন করি এবং সবচেয়ে মজার বিষয় সবাই খুবই আগ্রহ নিয়ে এতে অশংগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

প্রবল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো ডুসার্কের লুডু চ্যাম্পিয়নশিপ ২০২৩

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি
Update Time : ১১:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

প্রবল উৎসাহ আর উদ্দীপনার মাঝে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ(ডুসার্ক) এর লুডু চ্যাম্পিয়নশিপ ২০২৩।

শনিবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ১৬ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । ছেলেরা ও মেয়েরা আলাদা আলাদা দল গঠন করে। প্রতিটি দলে সদস্য ছিল ২ জন ।

ফাইনাল খেলায় ছেলেদের দল মিশন হেক্সাকে পরাজিত করে বিজয়ী হয় মেয়েদের দল দোলনচাঁপা। ছেলেদের রানার্স আপ দল ছিল টিম টাইগার্স আর মেয়েদের রানার্স আপ দলের নাম কাঠগোলাপ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হল প্রাঙ্গণে ডুসার্ক কর্তৃক আয়োজিত এই লুডু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী সকলের আবেগের বহিঃপ্রকাশ ছিল লক্ষ্য করার মতো। রাজশাহী কলেজ থেকে অনেক দূরে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেও তারা যে কলেজের প্রতি প্রবল টান অনুভব করেন এটিই যেন ফুটে উঠছিল তাদের প্রতিটি আবেগ মিশ্রিত আনন্দ আর উল্লাস ধ্বনিতে।

জানতে চাইলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ(ডুসার্ক) এর সভাপতি জহুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ডুসার্ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন। ডুসার্ক আমাদের কাছে একটি পরিবারের মতো। পরিবারের মতো করেই আমরা একসাথে চলি। একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াই। ডুসার্কের রানিং একশত পঞ্চাশ জনের মতো সদস্য রয়েছে।

লুডু চ্যাম্পিয়নশিপের ব্যাপারে ডুসার্ক সভাপতি জহুরুল হক বলেন, আমরা আজকে ডুসার্ক পরিবারের পক্ষ থেকে সংগঠনের গতিশীলতা ও বিনোদনের জন্য লুডু চাম্পিয়নশিপের আয়োজন করেছিলাম। ডুসার্কের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় খুব সুন্দর ভাবে প্রোগ্রামটি শেষ করতে পেরেছি। আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে ডুসার্কের সাবেক সফল সভাপতি শায়লা বরকত আপু ও সাবেক সফল সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ভাই উপস্থিত থেকে প্রোগ্রামকে আরও বেশি প্রানবন্ত করেছেন। আগামীতে ডুসার্কের পক্ষ থেকে সকলের সহযোগিতায় আমরা আরও নতুন নতুন প্রোগ্রাম উপহার দিতে পারবো ইন-শা-আল্লাহ।

এ প্রসঙ্গে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ডুসার্ক) এর সাধারণ সম্পাদক নেশিন মুবাশ্ শিরা বলেন, ফোন বা আধুনিকতার যুগে এসে আমরা আমাদের শৈশব কে যেন প্রায় হারিয়ে ফেলছি। সব কিছুই হয়ে গেছে এখন প্রযুক্তি নির্ভর।যেই খেলাধুলা আমরা মাঠে খেলতাম সেগুলোর স্থান দখল করেছে ফোন বা ল্যাপটপ। তাই শৈশব কে কিছুটা ফিরে পেতে আমরা এই লুডু খেলার আয়োজন করি এবং সবচেয়ে মজার বিষয় সবাই খুবই আগ্রহ নিয়ে এতে অশংগ্রহণ করে।