ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় দুজন গ্রেফতার ও দুটি বাস জব্দ  নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা অ্যাকশনে নেমেছেন সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম সম্পত্তির জন‍্য পিতাকে কোপালো দুই ছেলে মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার আওয়ামী লীগের বটবাহিনী আমার সকল আত্মীয়-স্বজনদের টার্গেট করেছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা জানাল গণফোরাম

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৭:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ১১১ Time View

রাষ্ট্র সংস্কার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনসহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেয়।

সংলাপ শেষে দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে বর্তমান বাজার অবস্থা, নিরপেক্ষ নির্বাচন ও পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনার বিষয় উল্লেখযোগ্য। এ ছাড়া সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের কথাও বলা হয়েছে।

সংবিধান সংশোধনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তারা শিগগিরই লিখিত আকারে প্রস্তাব দেবেন। সংলাপে জাতীয় দিবস বাতিলের প্রসঙ্গে মন্টু বলেন, জাতীয় দিবস ছাড়া অন্য কোনো দিবস রাখা উচিত না।

সংলাপে অংশ নেয়া ড. কামাল হোসেন বাজার সিন্ডিকেট ভাঙার ওপর জোর দেন। তিনি বলেন, স্বৈরাচারী শক্তি ও বিদেশি এজেন্টরা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা জানাল গণফোরাম

নওরোজ ডেস্ক
Update Time : ০৭:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

রাষ্ট্র সংস্কার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনসহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেয়।

সংলাপ শেষে দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে বর্তমান বাজার অবস্থা, নিরপেক্ষ নির্বাচন ও পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনার বিষয় উল্লেখযোগ্য। এ ছাড়া সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের কথাও বলা হয়েছে।

সংবিধান সংশোধনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তারা শিগগিরই লিখিত আকারে প্রস্তাব দেবেন। সংলাপে জাতীয় দিবস বাতিলের প্রসঙ্গে মন্টু বলেন, জাতীয় দিবস ছাড়া অন্য কোনো দিবস রাখা উচিত না।

সংলাপে অংশ নেয়া ড. কামাল হোসেন বাজার সিন্ডিকেট ভাঙার ওপর জোর দেন। তিনি বলেন, স্বৈরাচারী শক্তি ও বিদেশি এজেন্টরা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।

নওরোজ/এসএইচ