প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

- Update Time : ১০:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৯৭ Time View
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কী আর বলব ভাই। প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারব না আমি।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ জনসভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রুমিন ফারহানা বলেন, আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি— এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে, যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।
রুমিন ফারহানা আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এটা ধরেই আমরা এগুচ্ছি। এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব হবে না। সেই দলের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব না। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে হুঁশিয়ারি দেই— ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।
নিজের দলের প্রতি রুমিন বলেন, অনেকেই মনে করেন আওয়ামী লীগ নেই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়