ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

প্রতীক বব্বরের বিয়েতে আমন্ত্রণ পাননি পরিবারের কেউ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৪ Time View

দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া ব্যানার্জিকে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর।

তবে প্রতীক বব্বরের সেই বিয়েতে অনেকেই আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ পাননি প্রতীকের বাবা রাজ বব্বরসহ তার পরিবারের কেউ। যা নিয়েই এবার ক্ষোভ ঝেড়েছেন তার সৎ বোন জুহি বব্বর। জানে তু ইয়া জানে না-র অভিনেত্রী জুহি তার সৎ ভাইয়ের এমন কাজে বেশ মনঃক্ষুণ্ণ। তার ভাই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এমন কাজ করেছেন বলে অভিযোগ তার।

প্রতীকের বিয়ের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জুহি বলেন, ‘প্রতীক যে আমার ভাই এবং আমরা রাজ বব্বরের সন্তান এই সত্য কিছুতেই পরিবর্তন করা যাবে না। এই মুহূর্তে, সে কিছু লোক দ্বারা প্রভাবিত – যাদের নাম আমরা বলতে চাই না। কিন্তু আমরা তাকে কঠিন অবস্থাানে রাখতে চাই না কারণ এটা দিনশেষে কাউকেই সাহায্য করবে না।’ তবে প্রিয়া ব্যানার্জিকে নিয়ে কোনো তির্যক মন্তব্য করেননি জুহি। বলেন, ‘প্রতীক তার জীবনে তাকে (প্রিয়া) পেয়ে সৌভাগ্যবান। আসল সমস্যাটি অন্য কারো দ্বারা সৃষ্ট – কেউ হয়তো প্রচার এবং গুরুত্বের জন্য মরিয়া।’ প্রতীক প্রবীণ অভিনেতা রাজ বব্বর এবং প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে। স্মিতা পাতিলের অকাল মৃত্যুর পর, রাজ বব্বর নাদিরা বব্বরকে পুনরায় বিয়ে করেন। তাদের ঘরে দুটি সন্তান আসে- আর্য বব্বর এবং জুহি বব্বর।

উল্লেখ্য, প্রিয়া ব্যানার্জির আগে সান্যা সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। তারা ২০১৯ সালে বিয়ে করেছিলেন কিন্তু ২০২৩ সালে আলাদা হয়ে যান।

Please Share This Post in Your Social Media

প্রতীক বব্বরের বিয়েতে আমন্ত্রণ পাননি পরিবারের কেউ

বিনোদন ডেস্ক
Update Time : ১২:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া ব্যানার্জিকে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর।

তবে প্রতীক বব্বরের সেই বিয়েতে অনেকেই আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ পাননি প্রতীকের বাবা রাজ বব্বরসহ তার পরিবারের কেউ। যা নিয়েই এবার ক্ষোভ ঝেড়েছেন তার সৎ বোন জুহি বব্বর। জানে তু ইয়া জানে না-র অভিনেত্রী জুহি তার সৎ ভাইয়ের এমন কাজে বেশ মনঃক্ষুণ্ণ। তার ভাই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এমন কাজ করেছেন বলে অভিযোগ তার।

প্রতীকের বিয়ের আমন্ত্রণ না পাওয়া নিয়ে জুহি বলেন, ‘প্রতীক যে আমার ভাই এবং আমরা রাজ বব্বরের সন্তান এই সত্য কিছুতেই পরিবর্তন করা যাবে না। এই মুহূর্তে, সে কিছু লোক দ্বারা প্রভাবিত – যাদের নাম আমরা বলতে চাই না। কিন্তু আমরা তাকে কঠিন অবস্থাানে রাখতে চাই না কারণ এটা দিনশেষে কাউকেই সাহায্য করবে না।’ তবে প্রিয়া ব্যানার্জিকে নিয়ে কোনো তির্যক মন্তব্য করেননি জুহি। বলেন, ‘প্রতীক তার জীবনে তাকে (প্রিয়া) পেয়ে সৌভাগ্যবান। আসল সমস্যাটি অন্য কারো দ্বারা সৃষ্ট – কেউ হয়তো প্রচার এবং গুরুত্বের জন্য মরিয়া।’ প্রতীক প্রবীণ অভিনেতা রাজ বব্বর এবং প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে। স্মিতা পাতিলের অকাল মৃত্যুর পর, রাজ বব্বর নাদিরা বব্বরকে পুনরায় বিয়ে করেন। তাদের ঘরে দুটি সন্তান আসে- আর্য বব্বর এবং জুহি বব্বর।

উল্লেখ্য, প্রিয়া ব্যানার্জির আগে সান্যা সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। তারা ২০১৯ সালে বিয়ে করেছিলেন কিন্তু ২০২৩ সালে আলাদা হয়ে যান।