গবেষণার মান সূচকে বিশ্বে ৭৪৬তম
প্রতিষ্ঠার দুই দশক পর টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি

- Update Time : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১১১ Time View
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চে স্থান করে নিয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় বিশ্ববিদ্যালয়টি ১২০১–১৫০০ অবস্থানে উঠে এসেছে। এটি বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এক যুগান্তকারী অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এ র্যাঙ্কিং অনুযায়ী, মাভাবিপ্রবি গবেষণা, শিক্ষার মান, শিল্প খাত থেকে আয়, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও একাডেমিক পরিবেশসহ বেশ কয়েকটি সূচকে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।
গবেষণার মান সূচকে বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ৭৪৬তম, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে ৭ম, আর দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে—এর মধ্যে ১৯টি সরাসরি তালিকাভুক্ত এবং ৯টি রিপোর্টার ক্যাটাগরিতে। জাতীয় পর্যায়ে মাভাবিপ্রবি ১২তম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম স্থানে রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পূর্বের প্রশাসনের সময় আন্তর্জাতিক র্যাঙ্কিং বৃদ্ধিতে তেমন পদক্ষেপ না থাকায় মাভাবিপ্রবি এতদিন তালিকাভুক্ত হতে পারেনি।
তবে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি র্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্যে গঠন করেন কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাংকিং কমিটি, যা এই সফলতার পথ তৈরি করে দেয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমান, এবং সদস্য সচিব ছিলেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, জ্যেষ্ঠ অধ্যাপক ও বিভাগের প্রতিনিধিরাও এতে যুক্ত হন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এই অর্জনকে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করে বলেন— “এই র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া কেবল একটি সূচনা। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী—সবাই মিলে এই সাফল্যের অংশীদার। আমাদের শিক্ষকরা পাঠদানের পাশাপাশি তরুণ গবেষকদের নিয়ে মানসম্মত গবেষণায় মনোনিবেশ করেছেন, যা আজকের এই অর্জনে মুখ্য ভূমিকা রেখেছে।”
তিনি আরও জানান, Quacquarelli Symonds (QS) র্যাংকিং ও জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির উপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রদত্ত ইমপ্যাক্ট র্যাংকিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র্যাংকিং কমিটি এ বছরের শুরু থেকে কাজ করে আসছে।
কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাংকিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মতিউর রহমান বলেন, “এই সাফল্যকে সামনে রেখে আমরা আরও উচ্চতর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই।”
কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাংকিং কমিটির জিয়াউর রহমান বলেন, উপাচার্য স্যার নতুন কমিটি গঠন করে কমিটি দেওয়ার পর। স্যারের পরামর্শ ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক দিক নিদর্শনায় আমরা কাজ করি। ফেব্রুয়ারিতে আমরা একটা মিটিং ডাকা হয়। সেখানে টাইমস হায়ার এডুকেশনে আবেদন করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, অন্যান্য বিষয়গুলি কিভাবে যুগোপযোগী করা যায় তার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে মার্চে টাইমস ফায়ার এডুকেশন-এ আমরা আবেদন করি।
আমরা আশা করেছিলাম এ বছর অন্ততপক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম আসবে। কিন্তু আনন্দের সংবাদ হচ্ছে আমরা এবার একটা ভালো অবস্থানে এসেছি। কিউএস ও ইম্প্যাক্ট র্যাংকিং আমরা কাজ করছি। আশা করছি সবাইকে সাথে নিয়ে আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারবো।