ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পোরশায় ডায়রিয়ায় আক্রান্ত অসংখ্য শিক্ষার্থী, মাদ্রাসা বন্ধ ঘোষণা

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : ১১:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৬৬ Time View

নওগাঁয় পোরশায় একটি মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন। এদের মধ্যে গত তিন দিনে ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ হিমসিম খেয়ে অবশেষে বুধবার (৮ অক্টোবর) ওই মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছেন।

সংশ্লিষ্টরা জানান, উত্তরবঙ্গের বৃহৎ ‘‘পোরশা আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসায়” বর্তমানে দেশের বিভিন্ন এলাকার এক হাজার দুশ’র বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। গত সোমবার (৬ অক্টোবর) দুপুরের খাবার গ্রহণের পর বেশিারভাগ শিক্ষার্থী ডায়রিয়ার আক্রান্ত হন। এদের মধ্যে গুরুতর অসুস্থ্য তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাতে আরো শিক্ষার্থী অসুস্থ্য হন। তাদের মধ্যে মঙ্গলবার ২৮ জন ও বুধবার ১৭ জনসহ মোট ৪৮ জনকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: আরিফ হোসেন বলেন, আক্রান্তরা এখন সুস্থ্য হয়ে উঠছেন।

ওই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও: সাখোয়াত হোসেন বলেন, অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। প্রথমে এদের পাতলা পায়খানা হতে থাকে। বমি বমি ভাবও রয়েছে। চিকিৎসকদের ধারণা, খাবারে পানিবাহিত কোন জীবাণুর কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের ১০ দিনের ছুটি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানে ভর্তি শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তিনি ওই মাদ্রাসাও পরিদর্শন করেন। সেখানকার পানি ব্যবস্থাপনা আরো আধুনিক ও স্বাস্থ্য সম্মত করার নির্দেশনা দেন। ভবিষ্যতে মাদ্রাসা বন্ধ না করে অসুস্থ্যদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ারও নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

পোরশায় ডায়রিয়ায় আক্রান্ত অসংখ্য শিক্ষার্থী, মাদ্রাসা বন্ধ ঘোষণা

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি
Update Time : ১১:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

নওগাঁয় পোরশায় একটি মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন। এদের মধ্যে গত তিন দিনে ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ হিমসিম খেয়ে অবশেষে বুধবার (৮ অক্টোবর) ওই মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছেন।

সংশ্লিষ্টরা জানান, উত্তরবঙ্গের বৃহৎ ‘‘পোরশা আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসায়” বর্তমানে দেশের বিভিন্ন এলাকার এক হাজার দুশ’র বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। গত সোমবার (৬ অক্টোবর) দুপুরের খাবার গ্রহণের পর বেশিারভাগ শিক্ষার্থী ডায়রিয়ার আক্রান্ত হন। এদের মধ্যে গুরুতর অসুস্থ্য তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাতে আরো শিক্ষার্থী অসুস্থ্য হন। তাদের মধ্যে মঙ্গলবার ২৮ জন ও বুধবার ১৭ জনসহ মোট ৪৮ জনকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: আরিফ হোসেন বলেন, আক্রান্তরা এখন সুস্থ্য হয়ে উঠছেন।

ওই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও: সাখোয়াত হোসেন বলেন, অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। প্রথমে এদের পাতলা পায়খানা হতে থাকে। বমি বমি ভাবও রয়েছে। চিকিৎসকদের ধারণা, খাবারে পানিবাহিত কোন জীবাণুর কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের ১০ দিনের ছুটি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানে ভর্তি শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে তিনি ওই মাদ্রাসাও পরিদর্শন করেন। সেখানকার পানি ব্যবস্থাপনা আরো আধুনিক ও স্বাস্থ্য সম্মত করার নির্দেশনা দেন। ভবিষ্যতে মাদ্রাসা বন্ধ না করে অসুস্থ্যদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ারও নির্দেশ দেন।