পূর্বাচল ৩শ’ ফিট সড়কে ফুটওভার ব্রিজ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

- Update Time : ০৯:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৪৭ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩শ’ ফিট সড়কে নিরাপদ পারাপারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সড়কের বালু ব্রিজ সংলগ্ন মস্তুল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বক্তারা অভিযোগ করেন, সড়ক নির্মাণের সময় মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। অথচ এ অঞ্চলের দুই পাশে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও আবাসন প্রকল্প। প্রতিদিন প্রায় ৪-৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করেন। কিন্তু সড়কটিতে নেই কোনো পুলিশ বক্স, জেব্রা ক্রসিং কিংবা ফুটওভার ব্রিজ। ফলে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকের ধাক্কায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণ।
স্থানীয়দের দাবি, সড়কটি চালু হওয়ার পর থেকে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। শুধু মস্তুল এলাকায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৬ জন। গত দুই মাসেই মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার ও ট্রাক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, রাজধানীর কুড়িল থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ ১৪ লেনের এই সড়কে গাড়ি চলে ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার বেগে। উল্টোপথে গাড়ি চলা, ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিংয়ের অভাবে পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন।
তাদের অভিযোগ, বসুন্ধরা আবাসন প্রকল্প এলাকায় একাধিক ওভারব্রিজ নির্মাণ করা হলেও মস্তুল ও পিংক সিটি এলাকায় প্রাণঘাতী দুর্ঘটনার পরও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। জনগণের করের টাকায় পরিচালিত সরকার সাধারণ মানুষের প্রাণের দাবি উপেক্ষা করছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় বক্তারা ঘোষণা দেন, আগামী ১ মাসের মধ্যে মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ ও পুলিশ বক্স স্থাপন করতে হবে। অন্যথায় সড়ক বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়