ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পূজা চেরিকে পালকি থেকে নামালেন চঞ্চল-নিশো

বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ১৬৭৬ Time View

দুই বছর আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে ‘দম’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা রেদওয়ান রনি। কিছুদিন পর এই সিনেমার সঙ্গে যুক্ত হন আরেক অভিনেতা আফরান নিশো।

কিন্তু সিনেমার নায়িকা কে হবে তা জানাননি নির্মাতা-প্রযোজক। অবশেষে সিনেমার মহরতে তারা নায়িকাকে পরিচয় করে দিলেন নাটকীয়ভাবে।

রাজধানীর শুটিং ক্লাবে ‘দম’ সিনেমার মহরতে অভিনেতা আফরান নিশোর নায়িকা হিসেবে পূজা চেরির নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর পালকিতে করে মঞ্চে হাজির হন নায়িকা পূজা চেরি। এসময় পালকি থেকে পূজাকে হাত ধরে নামান চঞ্চল-নিশো।

খয়েরি রঙয়ের শাড়িতে পালকি থেকে নেমে হাসিমুখে পূজা চেরি বলেন, “দম’ সিনেমায় আমার চরিত্রটা অনেক ভারি। প্রথমে এই চরিত্রটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। এমন না যে খুব সহজে আমি এই সিনেমায় যুক্ত হয়েছি। অডিশনসহ অনেক কাঠ-খর পুড়িয়ে এই সিনেমায় যুক্ত হতে হয়েছে। এরপর ‘দম’-এর নারী হিসেবে এখানে এসে মঞ্চে কথা বলতে পারছি। এটা আমার কাছে ভালোলাগার বিষয়।”

তিনি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো আমি প্রথমবার আফরান নিশো ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। এছাড়া চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় কাজ করেছি। তারা দুজনেই দুর্দান্ত অভিনেতা। এতে সন্দেহ নেই। আশাকরি আমাদের কাজটাও দুর্দান্ত হতে যাচ্ছে।’

প্রথমবারের মতো রেদওয়ান রনির সঙ্গে কাজ করছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

এর আগে সেপ্টেম্বরে কাজাখস্তান ঘুরে এসেছে ‘দম’ টিম, সেখানেই সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

পূজা চেরিকে পালকি থেকে নামালেন চঞ্চল-নিশো

বিনোদন ডেস্ক
Update Time : ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

দুই বছর আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে ‘দম’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা রেদওয়ান রনি। কিছুদিন পর এই সিনেমার সঙ্গে যুক্ত হন আরেক অভিনেতা আফরান নিশো।

কিন্তু সিনেমার নায়িকা কে হবে তা জানাননি নির্মাতা-প্রযোজক। অবশেষে সিনেমার মহরতে তারা নায়িকাকে পরিচয় করে দিলেন নাটকীয়ভাবে।

রাজধানীর শুটিং ক্লাবে ‘দম’ সিনেমার মহরতে অভিনেতা আফরান নিশোর নায়িকা হিসেবে পূজা চেরির নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর পালকিতে করে মঞ্চে হাজির হন নায়িকা পূজা চেরি। এসময় পালকি থেকে পূজাকে হাত ধরে নামান চঞ্চল-নিশো।

খয়েরি রঙয়ের শাড়িতে পালকি থেকে নেমে হাসিমুখে পূজা চেরি বলেন, “দম’ সিনেমায় আমার চরিত্রটা অনেক ভারি। প্রথমে এই চরিত্রটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। এমন না যে খুব সহজে আমি এই সিনেমায় যুক্ত হয়েছি। অডিশনসহ অনেক কাঠ-খর পুড়িয়ে এই সিনেমায় যুক্ত হতে হয়েছে। এরপর ‘দম’-এর নারী হিসেবে এখানে এসে মঞ্চে কথা বলতে পারছি। এটা আমার কাছে ভালোলাগার বিষয়।”

তিনি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো আমি প্রথমবার আফরান নিশো ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। এছাড়া চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় কাজ করেছি। তারা দুজনেই দুর্দান্ত অভিনেতা। এতে সন্দেহ নেই। আশাকরি আমাদের কাজটাও দুর্দান্ত হতে যাচ্ছে।’

প্রথমবারের মতো রেদওয়ান রনির সঙ্গে কাজ করছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

এর আগে সেপ্টেম্বরে কাজাখস্তান ঘুরে এসেছে ‘দম’ টিম, সেখানেই সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।