ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের চেকপোস্টে পিস্তল-গুলি ফেলে পালাল সন্ত্রাসী

মো: হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ১১:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৩৩৮ Time View

গাজীপুরের টঙ্গীতে পুলিশের চেকপোস্টে উপস্থিতি টের পেয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অজ্ঞাত সন্ত্রাসী।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় প্রেষণে কর্মরত টেলিকম ইউনিটের এএসআই শামীম রেজার নেতৃত্বে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দায়িত্বরত কনস্টেবল মো. হেলাল উদ্দিন একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা এক ব্যক্তি হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. মহিউদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পুলিশের চেকপোস্টে পিস্তল-গুলি ফেলে পালাল সন্ত্রাসী

মো: হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ১১:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

গাজীপুরের টঙ্গীতে পুলিশের চেকপোস্টে উপস্থিতি টের পেয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অজ্ঞাত সন্ত্রাসী।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় প্রেষণে কর্মরত টেলিকম ইউনিটের এএসআই শামীম রেজার নেতৃত্বে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দায়িত্বরত কনস্টেবল মো. হেলাল উদ্দিন একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা এক ব্যক্তি হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. মহিউদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে।