ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকাকে বাসযোগ্য করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২৩ Time View

পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা নিরসনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

শুক্রবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সভায় পুরান ঢাকার অপরিকল্পিত ভবন, সরু রাস্তা ও নকশা বহির্ভূত নির্মাণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। রাজউক চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার সমস্যাগুলো বহুদিনের। শুধু আইন দিয়ে এর সমাধান সম্ভব নয়, নতুন প্রজন্মের জন্য একটি তিলোত্তমা ও নিরাপদ শহর গড়তে ঢাকাবাসীকে সচেতন হতে হবে।

​তিনি আরও বলেন, বাড়ি নির্মাণই শেষ কথা নয়, অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের জন্য পর্যাপ্ত রাস্তা রাখা জরুরি। ভবন নির্মাণে রাজউকের নিয়ম কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পুরাতন ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করতে তিনি মালিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় ​ঢাকা সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল নওয়াবের সভাপতিত্বে সভায় রাজউকের পক্ষ থেকে এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (পরিকল্পনা) সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

পুরান ঢাকাকে বাসযোগ্য করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৪:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা নিরসনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

শুক্রবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সভায় পুরান ঢাকার অপরিকল্পিত ভবন, সরু রাস্তা ও নকশা বহির্ভূত নির্মাণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। রাজউক চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার সমস্যাগুলো বহুদিনের। শুধু আইন দিয়ে এর সমাধান সম্ভব নয়, নতুন প্রজন্মের জন্য একটি তিলোত্তমা ও নিরাপদ শহর গড়তে ঢাকাবাসীকে সচেতন হতে হবে।

​তিনি আরও বলেন, বাড়ি নির্মাণই শেষ কথা নয়, অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের জন্য পর্যাপ্ত রাস্তা রাখা জরুরি। ভবন নির্মাণে রাজউকের নিয়ম কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পুরাতন ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করতে তিনি মালিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় ​ঢাকা সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল নওয়াবের সভাপতিত্বে সভায় রাজউকের পক্ষ থেকে এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (পরিকল্পনা) সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।