পুঁজিবাজারে রেকর্ড দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ

- Update Time : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৭৮ Time View
পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ফের রাস্তায় নেমেছেন বিনিয়োগকারীরা। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।
এ সময় দরপতন ঠেকাতে ব্যর্থতার অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তাঁরা।
বিনিয়োগকারীরা বলেন, ২০১০ সালেও আমরা এতোটা ক্ষতিগ্রস্ত হয়নি, যা গত আড়াই মাসে হয়েছি। ২০১০ সালের শেয়ারের দাম কমে ছিল। কিন্তু এখন পরিস্থিতি এতোটাই খারাপ যে শেয়ারের দাম ফেসভ্যালু ১০ টাকার নিচে নেমে এসেছে। এতে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা পরিবার পরিজন নিয়ে ঠিক মতো জীবন-যাপন করতে পারছি না। সরকারের কাছে আকুল আবেদন পুঁজিবাজারের ২০ লাখ বিনিয়োগকারীকে বাঁচান। কারণ ২০ লাখ বিনিয়োগকারীদের সঙ্গে প্রায় এক কোটি মানুষ সম্পর্কিত। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার ওপর আমাদের আস্থা আছে। কিন্তু বর্তমান বিএসইসির কমিশনের প্রতি বিনিয়োগকারীদের কোনো আস্থা নাই। তাই আমরা দ্রুত বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। অব্যাহত দর পতনের ফলে বিনিয়োগাকারীরা পথে বসে গেছে।
তারা আরও বলেন, আমরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে এসেছি। গত দুই মাসের টানা দরপতনের ফলে আমাদের বিনিয়োগকৃত অর্থের ৭০ শতাংশ কমে গেছে। আমরা সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি। আমরা এখানে ভিক্ষা করতে আসি নাই। আমরা নিজের পুঁজি বিনিয়োগ করতে এসেছি, যা দেশের অর্থনীতিতে অবদান রাখবে। অথচ সেই পুঁজি হারিয়ে আমরা এখন নিঃস্ব।
পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির বিনিয়োগ বাড়াতে আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য দ্রুত ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে আইসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে সরকারি গ্যারান্টিপত্র দিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশে ফেরার পরই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওরোজ/এসএইচ