পীরগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

- Update Time : ০৪:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৩৯ Time View
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর স্কুল ছাত্রীর অর্ধ গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনে দ্রুত কাজ শুরু করে পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র রিফাত এবং কোষাডাঙ্গীপাড়ার হুসেন আলী নামের দুইজনকে আটক করা হয়।
উল্লেখ্য, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা ও কোষামন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী লাবণ্য আকতার গত ২৩ নভেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশের আঁখ খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তার পিতা ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে মেয়ের মরদেহ সনাক্ত করেন। ওই রাতে স্কুল ছাত্রী লাবণ্য’র পিতা বেলাল হোসেন বাদী হয়ে পীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন।
নওরোজ/এসএইচ