ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, মেয়ে লাইফ সাপোর্টে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০১:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৬ Time View

রাজধানীর যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী আব্দুল জব্বার (৫২) ও স্ত্রী রুমা খানম (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) আহত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের মেয়ে জুঁইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি নিহতরা একটি সিএনজিযোগে যাওয়ার সময় বাদশা মিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়। তাদের মেয়ে জুঁই গুরুতর আহত হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আহত জুঁইয়ের অবস্থায় আশঙ্কাজনক।

তিনি জানান, ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছেন।

নিহতের মেয়ে জান্নাতুল বলেন, আমার বাবা একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, মা গৃহিণী। আমার বোন জুঁই আক্তার যাত্রাবাড়ী ইকরা হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সে বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।

জান্নাতুল আরও জানান, আমাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার মোহাম্মদপুর এলাকায়। ঢাকায় আমরা ডেমরার কোনাপাড়া এলাকায় থাকি।

Please Share This Post in Your Social Media

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, মেয়ে লাইফ সাপোর্টে

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০১:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী আব্দুল জব্বার (৫২) ও স্ত্রী রুমা খানম (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) আহত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের মেয়ে জুঁইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি নিহতরা একটি সিএনজিযোগে যাওয়ার সময় বাদশা মিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়। তাদের মেয়ে জুঁই গুরুতর আহত হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আহত জুঁইয়ের অবস্থায় আশঙ্কাজনক।

তিনি জানান, ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছেন।

নিহতের মেয়ে জান্নাতুল বলেন, আমার বাবা একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, মা গৃহিণী। আমার বোন জুঁই আক্তার যাত্রাবাড়ী ইকরা হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সে বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।

জান্নাতুল আরও জানান, আমাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার মোহাম্মদপুর এলাকায়। ঢাকায় আমরা ডেমরার কোনাপাড়া এলাকায় থাকি।