পালানোর সময় ব্রিটিশ পাসপোর্টসহ যা যা সঙ্গে নিয়েছিলেন বিচারপতি মানিক

- Update Time : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৫৪ Time View
অবৈধভাবে দেশ ছেড়ে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বিজিবির কাছে আটক হয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
শনিবার (২৪ আগস্ট) সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওই ভিডিওতে দেখা যায়, কী কী নিয়ে পালাচ্ছিলেন- এমন প্রশ্নের জবাবে বিচারপতি মানিক বলেন, আমার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, নগদ কিছু টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড।
একজন জানতে চান, আজকে আটকের সময় আপনার সঙ্গে কী ছিল?’ জবাবে এই সাবেক বিচারপতি জানান, ‘তেমন কিছু ছিল না। চল্লিশ হাজারের মতো টাকা ছিল। গতকাল ৬০ থেকে ৭০ লাখের মতো টাকা ছিল। ওটা নিয়ে গেছে।
এর আগে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক এই বিচারপতির বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছিল।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি করেন।
নওরোজ/এসএইচ