ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পার্লামিন্টোরিয়ান বিতর্কের মাধ্যমে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১৬৪ Time View

পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু হলো। জেলার ঐতিহ্যবাহী নজরুল পাঠাগারের তত্বাবধানে এই ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

এই ক্লাব শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ বাংলাদেশে মেধাবী নেতৃত্ব আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন সুধীজনেরা।

শনিবার দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগারের হলরুমে জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করে  এই ক্লাবের উদ্বোধন করেন।এ উপলক্ষে্্ পঞ্চগড় নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ্যাড. আহসান হাবীবের সঞ্চালনায় ও আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।

পরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্যোগে পার্লামেন্টারী বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।

বক্তারা এসময় বলেন  প্রায় ৭৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথম ভাষা এবং বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগষ্ট বিপ্লবের পর এই ঐতিহ্যবাহী পাঠাগারটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মো: সাবেত আলী বেশ কয়েকটি মতবিনিময় সভা আয়োজন করেন। পঞ্চগড়ের তরুণদের দাবীর প্রেক্ষিতে তিনি নজরুল পাঠাগারে ভাষা ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বক্তারা বলেন এটা একটি নতুন এবং দৃষ্টান্তমুলক উদ্যোগ। দেশের প্রত্যেক পাঠাগারে ভাষা ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার আহ্বানও জানান তারা।

Please Share This Post in Your Social Media

পার্লামিন্টোরিয়ান বিতর্কের মাধ্যমে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু

পঞ্চগড় প্রতিনিধি
Update Time : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

পার্লামেন্টারী বিতর্কের মাধ্যমে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু হলো। জেলার ঐতিহ্যবাহী নজরুল পাঠাগারের তত্বাবধানে এই ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

এই ক্লাব শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ বাংলাদেশে মেধাবী নেতৃত্ব আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন সুধীজনেরা।

শনিবার দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগারের হলরুমে জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করে  এই ক্লাবের উদ্বোধন করেন।এ উপলক্ষে্্ পঞ্চগড় নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ্যাড. আহসান হাবীবের সঞ্চালনায় ও আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।

পরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্যোগে পার্লামেন্টারী বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।

বক্তারা এসময় বলেন  প্রায় ৭৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথম ভাষা এবং বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগষ্ট বিপ্লবের পর এই ঐতিহ্যবাহী পাঠাগারটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মো: সাবেত আলী বেশ কয়েকটি মতবিনিময় সভা আয়োজন করেন। পঞ্চগড়ের তরুণদের দাবীর প্রেক্ষিতে তিনি নজরুল পাঠাগারে ভাষা ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বক্তারা বলেন এটা একটি নতুন এবং দৃষ্টান্তমুলক উদ্যোগ। দেশের প্রত্যেক পাঠাগারে ভাষা ও বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার আহ্বানও জানান তারা।