পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগে কোনো দলমত দেখা হয়নি: ড. ওয়াহিদউদ্দিন
- Update Time : ০৯:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৬৩ Time View
বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন বলেন এই সরকার প্রথমবারের মতো একাডেমিক যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে অল্প সময়ে প্রায় অর্ধশতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নিয়োগ দিয়েছে, যেখানে দলীয় বা রাজনৈতিক পরিচয়ের প্রভাব ছিল না।এছাড়াও গবেষণায় নিয়োজিত শিক্ষকদের উপর অতিরিক্ত আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণকে দুঃখজনক আখ্যা দিয়েছেন তিনি।
রবিবার(২৫ মে) সকাল ১০:৩০ মিনিটে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) কর্তৃক আয়োজিত বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৪ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ওয়াহিদউদ্দিন আরও বলেন, কৃষি গবেষণা প্রযুক্তি আমাদের দেশে সবচেয় বেশি কাজে লেগেছে। যার ফলে আমরা বিভিন্ন ধরনের ফল ও খাদ্য চাহিদা অনেক অংশেই মেটাতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আমাদের গবেষকদের গবেষণা কাজকে ব্যহত করে। তা না হলে দেশ গবেষণায় আরোও এগিয়ে যেতো। এই প্রতিকুলতার পরেও নিরবে নির্ভিতে কাজ করে যাচ্ছে আমাদের কৃষি বিজ্ঞানীরা।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “আমাদের শিক্ষকরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে গবেষণার জন্য পর্যাপ্ত মাঠের অভাব রয়েছে। পুরাতন বাণিজ্য মেলার মাঠটি আমাদের ছিল সেটি ফেরত পেলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”



























































































































































































