ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৮:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৫৪ Time View

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পাবনা যাচ্ছেন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত যাপন করবেন তিনি।

পরদিন শুক্রবার (০৭ নভেম্বর) রাষ্ট্রপতি আরিফপুরে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (০৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাতেও সেখানেই অবস্থান করবেন। সফরের শেষ দিন রোববার (০৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সফরকালীন সময়ে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয়সহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক
Update Time : ০৮:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পাবনা যাচ্ছেন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত যাপন করবেন তিনি।

পরদিন শুক্রবার (০৭ নভেম্বর) রাষ্ট্রপতি আরিফপুরে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (০৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাতেও সেখানেই অবস্থান করবেন। সফরের শেষ দিন রোববার (০৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সফরকালীন সময়ে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয়সহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।