পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না কাবেরী

- Update Time : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ১১৫ Time View
চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক আওয়ামী লীগ নেত্রীকে। এসময় পুলিশের হাত থেকে বাঁচতে ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পুলিশ পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনে।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেত্রীর নাম নাজনীন সরওয়ার কাবেরী। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে চকবাজার থানা পুলিশ গ্রেফতার করে। কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন।
সিএমপির উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা কক্সবাজারে থাকবে। রাতেই তাঁকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের দেবপাহাড় এলাকার একটি ভবনের ছাদে রাখা পানির ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে গ্রেফতার করে চট্টগ্রামের পুলিশ। পরদিন গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার দেখানো প্রসঙ্গে ওসি জানান, নাজনীন সরওয়ার কাবেরীকে গণ–আন্দোলনে কক্সবাজারে সংঘটিত দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ২০২১ সালে যুবলীগ নেতা মোনাফ সিকদার হত্যাচেষ্টা মামলারও পলাতক আসামী ছিলেন তিনি। নাজনীন সরওয়ার কাবেরীকে কক্সবাজারে আনা হলে শুক্রবার সকাল থেকে উৎসুক জনতা থানার সামনে ভিড় করে। একারণে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। পরে আদালতের কার্যক্রম সম্পন্ন করে বিকাল ৫টার দিকে পুলিশের কঠোর পাহারায় থানা থেকে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
পুলিশের একটি প্রিজন ভ্যান ও তিনটি পাজেরো ভ্যানের মাঝে কালো গ্লাসে ঢাকা একটি নোয়াহ গাড়িতে করে কাবেরীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন।