ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিনা শর্তে মাফ চাইলাম, তারপরও বাকি থাকল কোনটা বুঝি না: জামায়াত আমির লালবাগে রিয়াজ উদ্দিন মনির সমর্থনে র‍্যালি রায় ছিঁড়ে পছন্দের বিচারকের কাছে পুন: বিচারের জন্য পাঠালেন শরীয়তপুরের জেলা জজ জাতীয় নিরাপদ সড়ক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও র‍্যালি ব্যর্থ প্রশাসনের প্রতীক স্বরাষ্ট্র উপদেষ্টা : ব্যারিস্টার ফুয়াদ ভেঙে ফেলা হচ্ছে ‘মিনিস্টার বাড়ি’ সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ তিন দফা দাবিতে ৯ম দিনের অনশন, অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক পিআর নিয়ে নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না: জামায়াত

পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

চৌধুরী মুনীর হোসেন, বরগুনা প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৩৬৬ Time View

বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধ ভেঙে নাচনাপাড়া, কাঠালতলী ও চরদুয়ানী সংযোগ সড়কে চলাচলে ভোগান্তি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী পোল নির্মাণ শুরু করেছে পাথরঘাটা নৌকন্টিনজেন্ট।

নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনার উদ্যোগে রোববার (১ জুন) নির্মাণকাজ শুরু করা হয়।

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি (২৯ মে) গভীর রাতে উপকূল অতিক্রম করেছে। এতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের এই সংযোগ সড়কটি ভেঙে যায়।

জানা গেছে- অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালীর কিছু অংশ ভেঙে প্রায় ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হলো- মানিকখালী, নাচনাপাড়া, জ্ঞানপাড়া, উত্তর কাঠালতলী, কেরামতপুর ও পুটিমারা। এতে প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

স্থানীয়রা অভিযোগ করেন, গত বছরের ৮ আগস্ট মানিকখালি গ্রামের কিছু সংখ্যক মানুষ বেড়িবাঁধের একটি অংশ পানি সংকট নিরসনের জন্য কেটে ফেলে। পরে স্থানীয় জনগণের দাবির কারণে এবং প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ওই বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে।

পরে উপজেলা কাকচিড়া ইউনিয়নের রাজু মিয়া নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মেরামতের কাজ পেয়ে মাটির কাজ শুরু করে। কিন্তু কিছুদিন পর অজ্ঞাত কারণে বেড়িবাঁধ মেরামতের কাজ বন্ধ হয়ে যায়। নিম্নচাপের কারণে অসমাপ্ত কাজের জায়গায় পানির চাপে আবার ভেঙে যায় বেড়িবাঁধটি।

এ ব্যাপারে নাচনাপাড়া ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান- বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেক ঘর-বাড়ি তলিয়ে গেছে ও দুই পাড়ের মানুষের চলাচলের ব্যাপক ভোগান্তি হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই।

নাচনাপাড়া ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন পান্না বলেন- বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও স্থানীয়রা মিলে চলাচলের জন্য একটি অস্থায়ী পোল নির্মাণ করছে। এতে নৌবাহিনী আমাদের যথেষ্ট সহায়তা করেছে।

এ ব্যাপারে পাথরঘাটা নৌকন্টিনজেন্ট এর লে. সৈয়দ মাসরুর সালেকিন মারুফ বলেন- গত ২৯ মে নিম্নচাপের কারণে বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙে পড়ে, ফলে এই এলাকার ৫টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ নৌবাহিনী, স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগী এলাকাবাসী’র সহোযোগিতায় বেড়িবাঁধ সংলগ্ন অস্থায়ী সাঁকো (পোল) নির্মাণ এর কাজ করা হচ্ছে।

এসময় তিনি বলেন- বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম করছে এবং সবসময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

চৌধুরী মুনীর হোসেন, বরগুনা প্রতিনিধি
Update Time : ০৭:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধ ভেঙে নাচনাপাড়া, কাঠালতলী ও চরদুয়ানী সংযোগ সড়কে চলাচলে ভোগান্তি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী পোল নির্মাণ শুরু করেছে পাথরঘাটা নৌকন্টিনজেন্ট।

নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনার উদ্যোগে রোববার (১ জুন) নির্মাণকাজ শুরু করা হয়।

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি (২৯ মে) গভীর রাতে উপকূল অতিক্রম করেছে। এতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের এই সংযোগ সড়কটি ভেঙে যায়।

জানা গেছে- অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালীর কিছু অংশ ভেঙে প্রায় ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হলো- মানিকখালী, নাচনাপাড়া, জ্ঞানপাড়া, উত্তর কাঠালতলী, কেরামতপুর ও পুটিমারা। এতে প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

স্থানীয়রা অভিযোগ করেন, গত বছরের ৮ আগস্ট মানিকখালি গ্রামের কিছু সংখ্যক মানুষ বেড়িবাঁধের একটি অংশ পানি সংকট নিরসনের জন্য কেটে ফেলে। পরে স্থানীয় জনগণের দাবির কারণে এবং প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ওই বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে।

পরে উপজেলা কাকচিড়া ইউনিয়নের রাজু মিয়া নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মেরামতের কাজ পেয়ে মাটির কাজ শুরু করে। কিন্তু কিছুদিন পর অজ্ঞাত কারণে বেড়িবাঁধ মেরামতের কাজ বন্ধ হয়ে যায়। নিম্নচাপের কারণে অসমাপ্ত কাজের জায়গায় পানির চাপে আবার ভেঙে যায় বেড়িবাঁধটি।

এ ব্যাপারে নাচনাপাড়া ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান- বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেক ঘর-বাড়ি তলিয়ে গেছে ও দুই পাড়ের মানুষের চলাচলের ব্যাপক ভোগান্তি হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই।

নাচনাপাড়া ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন পান্না বলেন- বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও স্থানীয়রা মিলে চলাচলের জন্য একটি অস্থায়ী পোল নির্মাণ করছে। এতে নৌবাহিনী আমাদের যথেষ্ট সহায়তা করেছে।

এ ব্যাপারে পাথরঘাটা নৌকন্টিনজেন্ট এর লে. সৈয়দ মাসরুর সালেকিন মারুফ বলেন- গত ২৯ মে নিম্নচাপের কারণে বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙে পড়ে, ফলে এই এলাকার ৫টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ নৌবাহিনী, স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগী এলাকাবাসী’র সহোযোগিতায় বেড়িবাঁধ সংলগ্ন অস্থায়ী সাঁকো (পোল) নির্মাণ এর কাজ করা হচ্ছে।

এসময় তিনি বলেন- বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম করছে এবং সবসময় অব্যাহত থাকবে।