ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ১০ Time View

হবিগঞ্জের নবীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠানে ড. রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত

সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার সক্ষমতা নেই। বিএনপি সরকার গঠন করলে দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশ থেকে পাচার হওয়া প্রতিটি টাকা উদ্ধারে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এ লক্ষ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, বিদেশের আদলে একটি স্বাধীন ও শক্তিশালী ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের মাধ্যমে পাচার হওয়া সব অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে এবং উন্নয়নের কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে বিএনপির।

অর্থ পাচারের সুস্পষ্ট অভিযোগ তুলে ড. রেজা কিবরিয়া বলেন, শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সম্মিলিতভাবে প্রায় ৪০ মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। তিনি আরও দাবি করেন, দেশের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিও একইভাবে অর্থ পাচারে জড়িত এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নিজ বাবা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের ক্রমাগত সুরক্ষা দিয়ে চলেছেন। এ দীর্ঘ এবং ধারাবাহিক সুরক্ষার কারণে আমার মনে সন্দেহ তৈরি হয়, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নির্দেশ সম্ভবত তারই কাছ থেকে এসেছিল।

আসন্ন নির্বাচন প্রসঙ্গেও তিনি বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতার স্বল্পতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা প্রয়োজন ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটবাক্স সুরক্ষিত রাখা— সবকিছুই বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে জনগণের মনে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারী, সহসভাপতি মো. বয়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান আলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জড. রেজা কিবরিয়া

Tag :

Please Share This Post in Your Social Media

পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া

সিলেট প্রতিনিধি
Update Time : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার সক্ষমতা নেই। বিএনপি সরকার গঠন করলে দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশ থেকে পাচার হওয়া প্রতিটি টাকা উদ্ধারে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এ লক্ষ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, বিদেশের আদলে একটি স্বাধীন ও শক্তিশালী ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের মাধ্যমে পাচার হওয়া সব অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে এবং উন্নয়নের কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে বিএনপির।

অর্থ পাচারের সুস্পষ্ট অভিযোগ তুলে ড. রেজা কিবরিয়া বলেন, শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সম্মিলিতভাবে প্রায় ৪০ মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। তিনি আরও দাবি করেন, দেশের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিও একইভাবে অর্থ পাচারে জড়িত এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নিজ বাবা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের ক্রমাগত সুরক্ষা দিয়ে চলেছেন। এ দীর্ঘ এবং ধারাবাহিক সুরক্ষার কারণে আমার মনে সন্দেহ তৈরি হয়, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নির্দেশ সম্ভবত তারই কাছ থেকে এসেছিল।

আসন্ন নির্বাচন প্রসঙ্গেও তিনি বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতার স্বল্পতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা প্রয়োজন ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটবাক্স সুরক্ষিত রাখা— সবকিছুই বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে জনগণের মনে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারী, সহসভাপতি মো. বয়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান আলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জড. রেজা কিবরিয়া